প্রবচন ব্লগ টেলিগ্রাম গ্রুপ

সমস্ত নোটস এবং টিউটোরিয়াল পেতে টেলিগ্রাম স্টুডেন্টস কমিউনিটি গ্রুপে জয়েন করুন

এখনই যোগ দিন

প্রবচনে আপনিও লিখুন

নিজের ক্রিয়েটিভিটি লেখার মাধ্যমে ছড়িয়ে দিতে এখনই যোগ দিন

এখনই যোগ দিন

Trade License করার নিয়ম ও বিস্তারিত (পর্ব - ০২)

কারা ট্রেড লাইসেন্স করতে পারবেন?

kara trade licence korte parben? 

উত্তর: নারী-পুরুষ উভয়ই ট্রেড লাইসেন্স করতে পারবেন, তবে এক্ষেত্রে অবশ্যই তাকে কোনাে না কোনাে ব্যবসার সাথে জড়িত থাকতে হবে। বয়স ১৮ বছর এর উপর হতে হবে।

জাতীয় পরিচয়পত্র না থাকলে পাসপাের্ট দিয়ে ট্রেড লাইসেন্স করা যাবে কিনা?

jatio porichoypotro na thakle passport diye trade licence kora jabe kina?

উত্তর: জাতীয় পরিচয়পত্র না থাকলেও আপনি আপনার পাসপাের্ট দিয়ে ট্রেড লাইসেন্স করতে পারবেন। আমরা এই চিত্রটা বেশিরভাগ দেখে থাকি প্রবাসী ভাইদের ক্ষেত্রে তারা প্রবাসে থাকার কারণে জাতীয় পরিচয়পত্র করতে পারেননি এখন দেশে ফিরে তারা ব্যবসা করতে চান এবং ট্রেড লাইসেন্স করতে চান। তবে যত তারাতারি সম্ভব জাতীয় পরিচয়পত্র করার/সংগ্রহ করার ক্ষেত্রেও পদক্ষেপ নেয়া উচিৎ।

Bangladesh Trade License Niyom 2

ট্রেড লাইসেন্স করার সময় ট্রেড লাইসেন্স এ ব্যবসার ঠিকানা হিসাবে কোন ঠিকানা ব্যবহার করতে হয়?

Trade licence korar somoy trade licence e bebsar thikana hisabe kun thikana bebohar korte hoy?

উত্তর: ট্রেড লাইসেন্স করার সময় ব্যবসার ঠিকানা হিসাবে অবশ্যই আপনার ব্যবসা/অফিসটা যে ঠিকানায় অবস্থিত সেই ঠিকানাটি ব্যবহার করতে হবে। ব্যবসা প্রতিষ্ঠানের জন্য অফিস/দোকান/গােডাউন ইত্যাদি ভাড়া নেবার সময় অবশ্যই বাড়িওয়ালার সাথে চুক্তি করে নিতে হবে। এছাড়া অফিস/দোকান/গােডাউন ইত্যাদি যদি নিজের হয় তাহলেও সেই মালিকানার কাগজ প্রয়ােজন হতে পারে ট্রেড লাইসেন্স করার সময়।

একটা ট্রেড লাইসেন্স এ কয়টি ঠিকানা লেখা থাকে?

ekta trade licence e koyti thikana lekha thake?

উত্তর: একটি ট্রেড লাইসেন্স এ সাধারণত ৩টি ঠিকানা লেখা থাকে। ব্যবসায়ীর ব্যবসা প্রতিষ্ঠান যেখানে অবস্থিত সেই ঠিকানা (যেটিকে বলা হয়ে থাকে, ব্যবসায়ীক ঠিকানা এবং এই ঠিকানা যে এলাকার সেই এলাকার স্থানীয় সরকার বিভাগ এর অফিস থেকেই ট্রেড লাইসেন্স করতে হয়) এছাড়া ব্যবসায়ীর বর্তমান ঠিকানা (বর্তমান ঠিকানা বলতে বসবাসের ঠিকানা) এবং ব্যবসায়ীর স্থায়ী ঠিকানা।

ট্রেড লাইসেন্স এ উল্লেখিত ৩টি ঠিকানাই কী আলাদা আলাদা হতে হবে? নাকি ৩টি ঠিকানা এক হলেও ট্রেড লাইসেন্স করা যাবে?

Trade licence e ullekhito 3ti thikanai ki alada alada hote hobe? naki 3ti thikana ek holew trade licence kora jabe?

উত্তর: ট্রেড লাইসেন্স এ ব্যবহৃত ৩টি ঠিকানা একই হতে পারে আবার আলাদা আলাদাও হতে পারে। একজন ব্যবসায়ীর যদি নিজস্ব বাড়ি থাকে তাহলে এবং তিনি সেই বাড়িতে বসবাস করেন তাহলে স্বাভাবিকভাবেই স্থায়ী এবং বর্তমান ঠিকানা একই হবে আবার সেই বাড়িতে যদি তিনি তার ব্যবসা পরিচালনা করেন (কিছু ক্ষেত্রে কমার্শিয়াল ঠিকানা হতে হয়) তাহলে সেটি তার ব্যবসায়ীক ঠিকানা হবে। তবে এক্ষেত্রে ঠিকানা সংশ্লিষ্ট ডকুমেন্ট কর্তৃপক্ষ দেখতে চাইতে পারেন।

আমি চাইলেই কি আমার বসবাসের ঠিকানা ব্যবহার করে কাছাকাছি কোনাে ট্রেড লাইসেন্স প্রদানকারী অফিস থেকে ট্রেড লাইসেন্স করতে পারবাে?

ami chailei ki amar bosobaser thikana bebohar kore kachakachi kuno trade licence prodankari ofish theke trade licence korte parbo?

উত্তর: না। আপনি চাইলেও আপনি আপনার বসবাসের কাছিকাছি কোনাে স্থানীয় সরকার বিভাগ এর কোনাে অফিস থেকে ট্রেড লাইসেন্স করতে পারবেন না আপনার ব্যবসা প্রতিষ্ঠান সে স্থানীয় সরকার বিভাগ এর অফিসের আওতাধীন আপনাকে সেই অফিস থেকেই ট্রেড লাইসেন্স করতে হবে। আমরা অনেক সময় খেয়াল করে থাকি যে, অনেকের ব্যবসায়ীক ঠিকানা যে স্থানীয় সরকার বিভাগ এর অফিস এর অন্তর্ভুক্ত সেই অফিস থেকে ট্রেড লাইসেন্স না করে বসবাস এর ঠিকানা যে স্থানীয় সরকার বিভাগ এর অফিস কাছাকাছি হওয়াতে, সেই অফিস থেকেই ট্রেড লাইসেন্স করে থাকেন। এটি মােটেও সঠিক পদ্ধতি নয়।

ট্রেড লাইসেন্স এর ঠিকানা পরিবর্তন করা যাবে  কি? যদি যায় তাহলে কীভাবে সেটি করা যায়?

Trade licence er thikana poriborton kora jabe ki? jodi jay tahole kivabe seti kora jay?

উত্তর: হ্যা ট্রেড লাইসেন্স এর ঠিকানা পরিবর্তন করা যায়। তবে ট্রেড লাইসেন্স এর ঠিকানা পরিবর্তন করার সময় নতুন/দোকান ভাড়ার ডিড প্রয়ােজন হবে।

আমার অফিস আগে মতিঝিল ছিল এখন আমার অফিস উত্তরাতে শিফট করেছি এখন আমি আমার ট্রেড লাইসেন্স এর ঠিকানা পরিবর্তন করবাে কীভাবে?

amar office age motijil chilo ekhon amar office uttorate shift korechi ekhon ami amar trade licence er thikana poriborton korbo kivabe? 

উত্তর: আপনার অফিস যখন ছিল মতিঝিল, যা ঢাকা দক্ষিণ সিটি করপােরেশন এর অধীন এবং এখন আপনি যে উত্তরাতে যে, অফিস নিয়েছেন সেটি ঢাকা উত্তর সিটি করপােরেশন অধীন। এখন পর্যন্ত এমন কোনাে ম্যাকানিজম নেই যার মাধ্যমে আপনি এক সিটি করপােরেশন থেকে অন্য একটি সিটি করপােরেশন এ ট্রেড লাইসেন্স এর ঠিকানা পরিবর্তন করা সম্ভব।

করপােরেশন/পৌরসভা/বা ইউনিয়ন পরিষদে যায় তাহলে করনীয় কী?

korporeshon/pouroshova/ba Union porishode jay tahole koroniyo ki?

উত্তর: আপনি ট্রেড লাইসেন্স যেহেতু অর্থবছর অনুযায়ী হালনাগাদ করতে হয় তাই আপনি মতিঝিল অফিস এ থাকাকালীন যে অর্থবছর পর্যন্ত হালনাগাদ করা আছে সেটা সংরক্ষণ করতে হবে এরপর আপনি যে নতুন জায়গা বা নতুন সিটি করপােরেশন এর অধীন নতুন ঠিকানায় অফিস নিয়েছেন সেই ঠিকানা যে অফিস এর অধীন সেই সিটি করপােরেশন অফিস থেকে আপনার আগের ট্রেড লাইসেন্স এর তথ্যগুলাে দিয়ে নতুন আরেকটি ট্রেড লাইসেন্স করতে হবে এবং দুটি ট্রেড লাইসেন্সই সংরক্ষণ করতে হবে। এটি শুধু সিটি করপােরেশন এর জন্য প্রযােজ্য তা নয় এটি পৌরসভা, ইউনিয়ন পরিষদ সকল ক্ষেত্রেই প্রযােজ্য।

ঢাকার বাহিরের ঠিকানা দিয়ে ট্রেড লাইসেন্স করা আছে, এখন চাইলে কি ঢাকার ভিতর ব্যবসা করা যাবে? নাকি নতুন করে ঢাকায় আরেকটি ট্রেড লাইসেন্স করতে হবে?

dhakar bahirer thikana diye trade licence kora ache, ekhon chaile ki dhakar vitor bebsa kora jabe? naki notun kore dhakay arekti trade licence korte hobe?

উত্তর: এটি নির্ভর করে আপনার ব্যবসার ধরণের উপর। ধরা যাক আপনার একটি আইটি কোম্পানি আছে যেটির অফিস খুলনাতে অবস্থিত, তাহলে আপনি চাইলে ঢাকাতে কেন, সারা পৃথিবীতেই ব্যবসা করতে পারবেন। কোনাে সমস্যা হবে না। আবার আপনাকে নতুন করে কোনাে ট্রেড লাইসেন্স করতে হবে না কারন পুরাে ব্যবসাটিই হচ্ছে ভার্চুয়াল এবং আপনি একটি অফিস থেকে সেটি নিয়ন্ত্রণ করছেন। কিন্তু ধরা যাক আপনার একটি শাে-রুম আছে যেটি যশােরে অবস্থিত এখন আপনি ঢাকায় আরেকটি শাে-রুম দিলেন, এমন পরিস্থিতিতে কিন্তু আপনাকে ঢাকার শাে-রুম এর জন্য নতুন করে একটি ট্রেড লাইসেন্স করতে হবে। কারন আপনার এই ব্যবসাটি ফিজিক্যাল উপস্থিতি রয়েছে। শুধু যশাের ঢাকা কেন, ফিজিক্যাল উপস্থিতি রয়েছে এমন ব্যবসার ক্ষেত্রে একই মার্কেটে আপনার একাধিক শাে-রুম থাকলেই আপনাকে একাধিক ট্রেড লাইসেন্স করতে হবে।

ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি করপােরেশন এ ট্রেড লাইসেন্স করার জন্য কমার্শিয়াল (ব্যবসায়িক) ঠিকানা প্রয়ােজন হয়, কিভাবে বুঝবাে যে ঠিকানাটা কমার্শিয়াল?

Dhaka uttor ebong dokkhin city Corporation e Trade licence korar jonno commercial thikana proyojon hoy, kivabe bujhbo je thikanata commercial? 

উত্তর: কমার্শিয়াল ঠিকানা বুঝতে হলে আপনাকে কয়েকটি বিষয় একটু খেয়াল করতে হবে। প্রথমত এটি রাজউক থেকে ব্যবসায়ী কাজে ব্যবহার করতে এই মর্মে অনুমতি নিয়েছেন কিনা। দ্বিতীয়ত যদি উনি এটি ব্যবসায়িক কাজে ব্যবহার করার জন্য রাজউক থেকে অনুমতি নিয়ে থাকেন তাহলে সিটি করপােরেশন ট্যাক্স, ইউটিলিটি বিলসমূহ ব্যবসায়িক রেটে পরিশােধ করবে। তাহলে আপনি ইউটিলিটি বিল এর কপি দেখলেও অনেক সময় অনুমান করা যায় যে এটি ব্যবসায়িক ঠিকানা কিনা। তৃতীয়ত যেহেতু সিটি করপােরেশনে ব্যবসায়ীক রেটে ট্যাক্স প্রদান করবেন। তাই সেখানে বা ট্রেড লাইসেন্স অফিসে গেলেও আপনি জানতে পারবেন যে, সেই ঠিকানাটা ব্যবসায়িক কিনা বা সেই ঠিকানায় ট্রেড লাইসেন্স হবে কিনা। সবচেয়ে ভালাে দোকান/অফিস ভাড়া নেয়ার আগে আপনি বাড়িয়ালার কাছে জানতে চাওয়া যে সেটি কমার্শিয়াল ঠিকানা কিনা।

আমি কীভাবে বুঝবাে যে, আমার অফিস/ব্যবসা প্রতিষ্ঠানের ঠিকানা কোন সিটি করপােরেশন/পৌরসভার/ইউনিয়ন এর মধ্যে পড়েছে?

Ami kivabe bhujbo amar office/bebsa prothisthan er thikana kun city Corporation/powrosova/Union er moddhe poreche?

উত্তর: আপনি যদি আপনার বাড়ির/দোকানের মালিকানার কাগজপত্র/ইউটিলিটি বিল/ বাড়ীর ট্যাক্স এর কাগজপত্র দেখেন তাহলেই আপনি সহজে বুঝতে পারবেন আপনার অফিস/ব্যবসা যে, প্রতিষ্ঠানের ঠিকানা কোন সিটি করপােরেশন/পৌরসভা/ইউনিয়ন পরিষদের মধ্যে পড়েছে। কারন এই সকল অফিসের উপর স্থানীয় সরকার বিভাগ এর দায়িত্ব দেয়া আছে যে, যার যার এলাকার হােল্ডিং ট্যাক্স সেই সকল অফিস সরকারের পক্ষ থেকে সংগ্রহ করবে ।

আমি পাবনার ভােটার, আমার জাতীয় পরিচয়পত্রে পাবনার ঠিকানা দেয়া, আমি চাইলে কি ঢাকায় ট্রেড লাইসেন্স করতে পারবাে?

Ami pabnar voter, amar jatiyo porichoy potre pabnar thikana deya, ami chaile ki Dhakar trade licence korte parbo?

উত্তর: জাতীয় পরিচয়পত্রে বর্তমান এবং স্থায়ী ঠিকানা লেখা থাকে। আর Trade licence করতে হয় আপনি যে স্থানে/ঠিকানায় আপনার ব্যবসা প্রতিষ্ঠানটি পরিচালনা করছেন সেই ঠিকানা যে স্থানীয় সরকার বিভাগের অফিস এর অধীনে সেই অফিস থেকে। জাতীয় পরিচয়পত্র বাংলাদেশের যে প্রান্তেরই হােক না কেন আপনি যেখানে আপনার ব্যবসা প্রতিষ্ঠানটি পরিচালনা করেন সেখান থেকেই আপনি ট্রেড লাইসেন্স করতে পারবেন এক্ষেত্রে কোনাে সমস্যা নেই।

পোষ্টটি লিখা হয়েছেঃ "ট্রেড লাইসেন্সের আদ্যোপান্ত" বইটি থেকে
বইটি কিনতেঃ রকমারি ডট কমে যোগাযোগ করুন