প্রবচন ব্লগ টেলিগ্রাম গ্রুপ

সমস্ত নোটস এবং টিউটোরিয়াল পেতে টেলিগ্রাম স্টুডেন্টস কমিউনিটি গ্রুপে জয়েন করুন

এখনই যোগ দিন

প্রবচনে আপনিও লিখুন

নিজের ক্রিয়েটিভিটি লেখার মাধ্যমে ছড়িয়ে দিতে এখনই যোগ দিন

এখনই যোগ দিন

আর্টিকেল লিখন - রি-রাইটিং

লিখুন আর ছড়িয়ে দিন বাংলায়। মাতৃভাষায় আপনার লেখনীকে পৃথিবীর সমস্ত বাংলাভাষাভাষীদের কাছে ছড়িয়ে দিতে আমাদের ব্লগে লিখতে পারেন। এখানে সম্পূর্ণ মুক্ত ও স্বাধীন ভাবে যেকোন বিষয় নিয়ে লিখতে পারবেন।

লেখার সময় যে বিষয়গুলো মাথায় রাখা জরুরীঃ

১। অবশ্যই বাংলা ভাষায় হতে হবে।
২। পাঠকদের সহজবোধ্যের জন্য, সহজ ও সাবলীল ভাষায় লিখতে পারেন, তবে বাধা নেই এক্ষেত্রে।
৩। দেশদ্রোহী কোন লিখা বা আর্টিকেল গ্রহণযোগ্য হবে না।
৪। এমন কোন বিষয়ে, লেখনীতে থাকা যাবেনা, যা মানুষ, জাতি, সমাজ বা রাষ্ট্রকে হেয় করে।
৫। সমালোচনামূলক লেখা গ্রহণযোগ্য নয়।
৬। রাজনৈতিক কোন লেখা গ্রহণযোগ্যতা পাবেনা।
৭। ধর্ম নিয়ে কটুক্তি বা কোন ধর্মকে হেয় করে, এমন লেখা প্রকাশ করা হবে না।
 

লেখার বিষয়বস্তুঃ


আর্টিকেলটি অবশ্যই সর্বনিম্ন ৬০০ থেকে ৫,০০০ বাংলা শব্দের হতে হবে। কোন রকম কপি না করে, নিজের ভাষায়, খুব সাবলীল ভাবে আর্টিকেল লিখতে হবে।

১। ৮০০ থেকে ১৫০০ শব্দের ডেমো আর্টিকেল দেখতে এখানে যানঃ https://www.probochon.blog/2021/02/artificial-intelligence-ai.html
২। ২০০০ থেকে ৩৫০০ শব্দের ডেমো আর্টকেল দেখতে এখানে যানঃ https://www.probochon.blog/2021/06/vpn-addopanto.html

ফর্মটি পূরণ করার আগে ও পরে, আপনার যেসব বিষয় থাকা জরুরী।

১। একটি স্মার্টফোন অথবা কম্পিউটার
২। বাংলা ও ইংরেজীতে লিখা ও বুঝার দক্ষতা
৩। সাবলীল ভাষায় কিছু বুঝিয়ে লিখার দক্ষতা
৪। কোন বাংলা ওয়েব সাইট থেকে কপি না করা।

লেখক হিসেবে নির্বাচিত হওয়ার পর, আপনাকে WhatsApp এ জানিয়ে দেয়া হবে।

মনে রাখবেন, সহজ ও সাবলীল ভাষায় নিজের মত করে লিখতে হবে। কোন ট্রান্সেলটর এর সাহায্য নেয়া যাবেনা। যেমন গুগল ট্রান্সলেটর, বিং। আপনি চাইলে শব্দ সংখ্যা কমাতে বা বাড়াতে পারেন। তবে খেয়াল রাখবেন এমন কিছু যেন বাদ না পড়ে যায়, যা আর্টিকেলের সাথে সামাঞ্জস্যপূর্ণ আর আপনি বাদ দিয়ে দিলেন। WORD NEEDS থেকে আপনার শব্দ সংখ্যা খেয়াল করুন।


  • লিখার জন্য আপনি যদি Android ইউজার হোন, তাহলে Word Counter এপটি নামিয়ে নিন। 
  • আর যদি পিসি ইউজার হোন, তাহলে নোটপেডে লিখতে পারেন।
ডেমো লিখা হলে জমা দিবেন এখানেঃ Demo
আর আপনি যদি নির্বাচিত লেখক হয়ে থাকেন, আপনার প্রদত্ত নাম্বারে জানানো হবে।

মনে রাখবেন, নির্বাচিত হওয়ার জন্য আপনাকে অবশ্যই একটি ডেমো লিখা দিতে হবে।

✔ লিখার পূর্বে আপনার পছন্দের টপিক টি জানিয়ে দিন এখানেঃ Click Here

◈ এখান থেকে আপনার টপিক নির্বাচন করুনঃ CHOOSE TOPIC

মনে রাখবেন, X দেয়া আছে যে টপিকগুলোর আগে, সেগুলো আপনি চুজ করতে পারবেন না।

মনে রাখবেন, আপনার লেখার মানের উপর টাকার পরিমান বাড়বে বা কমবে।