Trade License করার নিয়ম ও বিস্তারিত (পর্ব - ০৩)
bd trade license law

সঠিক ঠিকানা দিয়ে ট্রেড লাইসেন্স না করলে কী সমস্যা হতে পারে ?
Sothik thikana diye trade licence na korle ki somossa hote pare?
উত্তর: অনেক সমস্যা হতে পারে। প্রথম সমস্যা প্রয়ােজনের সময় আপনাকে কেউ খুঁজে পাবে না, হতে পারে সেটা ব্যাংক লােন এর ভেরিফিকেশন এর সময়, ট্রেড লাইসেন্স ভেরিফিকেশন এর সময়, ব্যবসায়ী হিসাবে বিদেশে মেলা করতে যাওয়ার আগে ভেরিফিকেশন এর সময়। এছাড়াও আপনি মিস করতে পারেন প্রয়ােজনীয় ও গুরুত্বপূর্ণ অনেক চিঠিপত্র। অনেক সময় ক্রেতারাও ভুল ঠিকানা থাকার কারনে
আপনার ব্যবসার প্রতি তাদের আস্থাহীনতা দেখা দিতে পারে।
ট্রেড লাইসেন্স করতে কত টাকা লাগে (ফি কতাে)?
Trade licence korte koto taka lage Fee koto?
উত্তর: একটি ব্যবসার জন্য ট্রেড লাইসেন্স করতে কত টাকা লাগবে তা নির্ভর করে ব্যবসার ধরণের উপর (এক মালিকানা এবং যৌথ ব্যবসার ক্ষেত্রে ) এবং প্রাইভেট লিমিটেড কোম্পানির পরিশােধিত মূলধন (Paid of Capital) এর উপর। সেই সাথে সিটি করপােরেশন এর জন্য একটি সরকারি গেজেট (Gazette) আছে এবং পৌরসভা এবং ইউনিয়ন পরিষদ এর জন্য একটি গেজেট আছে (Gazette) যেখানে ট্রেড লাইসেন্স সমুহের ফি বিস্তারিতভাবে লেখা আছে। গেজেট (Gazette) এ শুধু মাত্র ফি লেখা থাকলেও যখন ট্রেড লাইসেন্স করা হয়। তখন গেজেট এর (Gazette) ফি এর সাথে আরাে কিছু ফি প্রদান করতে হয় যেমন: সাইন বাের্ড ফি, নতুন ট্রেড লাইসেন্স বই এর ফি, সরকারি সেবা গ্রহণের জন্য ১৫% ভ্যাট।
ট্রেড লাইসেন্স এর জরিমানা কীভাবে ধার্য করা হয়ে থাকে?
Trade licence er jorimana kivabe dharjo kora hoye thake?
উত্তর: আপনি যদি আপনার ট্রেড লাইসেন্স হালনাগাদ (Renew) না করেন তাহলে আপনার ট্রেড লাইসেন্স এর বিপরীতে প্রতি মাসে আপনার ট্রেড লাইসেন্স ফি এর ১০% হারে জরিমানা যুক্ত হতে থাকবে অর্থাৎ বছরে ১২০% জরিমানা দিতে হবে পরবর্তীতে ট্রেড লাইসেন্স হালনাগাদ করতে করতে গেলে। এছাড়া ট্রেড লাইসেন্স হালনাগাদ (Renew) না করার জন্য ট্রেড লাইসেন্স অথরিটি চাইলে আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারে। সেক্ষেত্রে আপনাকে জরিমানা প্রদান করে ট্রেড লাইসেন্স হালনাগাদ করতে হবে (সিটি করপােরেশন নিয়ম অনুযায়ী)।
আমি ঢাকা সিটি করপােরেশন এলাকায় ব্যবসা করি, কিন্তু সিটি করপােরেশন এলাকায় ট্রেড লাইসেন্স ফি অনেক বেশি, সেক্ষেত্রে আমি আমার গ্রামের বাড়ি ইউনিয়ন পরিষদ থেকে ট্রেড লাইসেন্স করলে কোন সমস্যা আছে কী?
Gram er Union porishod theke trade licence korle kuno somossa ache?
উত্তর: হ্যাঁ। অবশ্যই সমস্যা হতে পারে তার চাইতে বড় কথা ট্রেড লাইসেন্স করার যে নিয়ম রয়েছে এটি সেই নিয়ম এর মধ্যে পড়ে না। ট্রেড লাইসেন্স করার নিয়ম হলাে আপনার ব্যবসা প্রতিষ্ঠানটির ঠিকানা স্থানীয় সরকার বিভাগ এর যে স্থানীয় অফিস এর অধীনে রয়েছে। হতে পারে সেটি ইউনিয়ন পরিষদ, হতে পারে সেটি পৌরসভা, হতে পারে সেটি সিটি করপােরেশন সেখান থেকেই আপনাকে ট্রেড লাইসেন্স করতে হবে। আপনি চাইলেই অন্য কোনাে উপায় বা অন্য কোনাে স্থানীয় সরকার বিভাগ এর অফিস থেকে ট্রেড লাইসেন্স করতে পারবেন না, করা উচিৎ নয়।
ট্রেড লাইসেন্স এর হালনাগাদ এর ফি অগ্রিম প্রদান করা যায় কিনা?
Trade licence er halnagad er fee ogrim prodan kora jay kina?
উত্তর: ট্রেড লাইসেন্স এর ফি অগ্রিম প্রদান করা যায় না কারণ ট্রেড লাইসেন্স। সাধারণত অথ বছর অনুযায়ী হালনাগাদ করা হয়ে থাকে এবং ট্রেড লাইসেন্স এর ফি এবং নির্দেশনার সাথে উক্ত বছরের জাতীয় বাজেট এর একটি সম্পর্ক রয়েছে। তাই ট্রেড লাইসেন্স অগ্রিম হালনাগাদ করার কোনাে সুযােগ নেই বা করা যায় না।
ট্রেড লাইসেন্স এ কোনাে ধরনের তথ্য পরিবর্তন এর জন্য কোন প্রকার ফি দিতে হয় কী?
Trade licence e kuno dhoroner totho poribortoner jonno kuno prokar fee dite hoy ki?
উত্তর: ট্রেড লাইসেন্স এ কোন ধরনের তথ্য পরিবর্তন ( সংশােধন ) করার ক্ষেত্রে, উক্ত ট্রেড লাইসেন্স এর ফি এর ১০% হারে সংশােধন ফি প্রদান করতে হবে।
ট্রেড লাইসেন্স এর মধ্যে সাইন বাের্ড ফি উল্লেখ করা থাকে এই সাইন বাের্ড ফি কিভাবে হিসাব করা হয়?
Trade licence er moddhe sign board fee ullekh kora thake ei sign board fee kivabe hisab kora hoy?
উত্তর: ট্রেড লাইসেন্স এর মধ্যে যে সাইন বাের্ড ফি এর উল্লেখ করা থাকে সেটি মূলত একটি ব্যবসা প্রতিষ্ঠানের পরিচয় প্রদানের জন্য সাইন বাের্ড লাগানাের অনুমতি দেয়া ফি। এটি কোনাে ব্যবসায়িক প্রচার বা পণ্যের প্রচার এর জন্য ব্যবহার করার জন্য নয়। ট্রেড লাইসেন্স এ যে সাইন বাের্ড ফি নেয়া হয়ে থাকে সেটি (সিটি করপােরেশন এর গেজেট অনুসারে) ৮০ টাকা স্কয়ার ফিট হিসাবে নেয়া হয়ে থাকে। অর্থাৎ আপনি যদি আপনার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য একটি সাইন বাের্ড (পরিচয়পত্র) ব্যবহার করে থাকেন যেটা ৫ স্কয়ার ফিট এর তাহলে ৮০x৫= ৪০০ টাকা আপনাকে সাইন বাের্ড ফি হিসাবে প্রদান করতে হবে।
ট্রেড লাইসেন্স করার সময় এবং হালনাগাদ করার সময় বিভিন্ন প্রকার ফি (ব্যবসার ধরন অনুযায়ী ফি, উৎসকর, ভ্যাট ইত্যাদি) প্রদান করা হয় এই ডকুমেন্টগুলাে সংরক্ষণ করা কতটা জরুরি?
Trade licence er documents songrokkhon kora ki joruri?
উত্তর: ট্রেড লাইসেন্স এর পাশাপাশি এই ডকুমেন্টগুলােও সংরক্ষণ করা জরুরি, অতীব জরুরি। বিভিন্ন কারনে ( প্রাকৃতিক দুর্যোগ, দুর্ঘটনা) সংশ্লিষ্ট ট্রেড লাইসেন্স এর ডকুমেন্টগুলাে নষ্ট হয়ে যেতে পারে এমতাবস্থায় আপনার কাছে সংরক্ষিত ডকুমেন্টগুলাে দিয়ে একদিকে আপনি আপনার ট্রেড লাইসেন্স সংক্রান্ত যাবতীয় টাকা পরিশােধিত এটা প্রমাণ করতে পারবেন অন্যদিকে সংশ্লিষ্ট অফিস আপনার উকুমেন্টগুলাে কাজে লাগিয়ে তারা নতুন করে আপনার ফাইল/রেজিষ্টার আপডেট করতে পারবেন। তাই সকল প্রকার ডকুমেন্ট যত্ন সহকারে সংরক্ষণ করতে হবে।
ট্রেড লাইসেন্স এর একটি ব্যবসার ক্যাটাগরি/ধরন দিয়ে কয়টি ব্যবসা করা যাবে?
Trade licence er ekti bebsar catagory diye koyti bebsa kora jay?
উত্তর: একটি ব্যবসার ধরন দিয়ে কয়টি ব্যবসা করা যাবে সেটি অনেকটা নির্ভর করে ব্যবসার ধরন এর উপর। এখন যদি বলা হয় একটি ক্যাটাগরি দিয়ে একটি ব্যবসা করা যাবে সেটি যেমন সব ক্ষেত্রে প্রযােজ্য হবে না আবার যদি বলা হয় একটি ক্যাটাগরি দিয়ে একাধিক ব্যবসা করা যাবে সেটিও সব ক্ষেত্রে প্রযােজ্য হবে। ধরা যাক আপনি আইটি সার্ভিস এর ব্যবসা করেন আপনার ট্রেড লাইসেন্স এর ব্যবসার ধরন আইটি সার্ভিস তাহলে হয়তাে আপনি এর সাথে রিলেভেন্ট অন্য যেগুলাে ব্যবসা আছে যেমন: সফটওয়ার ডেভেলপমেন্ট, এ্যাপস ডেভেলপমেন্ট, গেমস ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং এই রিলেভেন্ট ব্যবসাগুলাে আপনি স্বপ্ন আকারে হয়তাে করতে পারবেন। কিন্তু এগুলাে যদি বড় আকারে শুরু করেন তাহলে ব্যবসার ধরন হিসাবে সেএগুলােকেও অন্তর্ভুক্ত করে নিতে হবে ব্যবসার নিয়ম অনুযায়ী। আবার ধরা যাক আপনার ব্যবসার ধরন লেখা আছে পােশাক বিক্রেতা, আপনি পােশাক বিক্রির পাশাপাশি কুরিয়ার সার্ভিস এর ব্যবসা শুরু করলেন তাহলে কিন্তু আপনাকে অবশ্যই যেদিন থেকে কুরিয়ার সার্ভিস এর ব্যবসা শুরু করলেন সেদিন থেকেই ট্রেড লাইসেন্স এ কুরিয়ার সার্ভিস ব্যবসার ধরন সংযুক্ত করে নিতে হবে কারণ দুটি ব্যবসা একদমই ভিন্ন এবং দু'রকম ব্যবসা।
একটি ট্রেড লাইসেন্স এ কতােগুলাে ব্যবসার ক্যাটাগরি/ধরন দেয়া যায়?
Ekti Trade licence e kotogulo bebsar category dewa jay?
উত্তর: একটি ট্রেড লাইসেন্স এ আপনি চাইলে ৪-৫টি বা তার অধিক ব্যবসার ধরন সংযুক্ত করতে পারেন। তবে প্রয়ােজন নেই বা আপনি যে ব্যবসাটি এখনও শুরু করেননি এমন ব্যবসার ধরন ট্রেড লাইসেন্স এ সংযুক্ত না করাই ভাল তাহলে অনেক সময় ব্যবসা প্রতিষ্ঠান সম্পর্কে অনেকের ভুল ধারনা তৈরি হতে পারে। এছাড়া এক মালিকানা এবং যৌথ ব্যবসার ধরন এর ক্ষেত্রে যেহেতু আলাদা আলাদা করে ফি দিতে হয় তাই অতিরিক্ত ব্যবসার ধরন দিয়ে অতিরিক্ত টাকা নষ্ট না করাই উত্তম।
আগে আমার ব্যবসার ক্যাটাগরী/ধরন ছিল বুটিক ও টেইলারিং এখন আমি অনলাইন ব্যবসার সাথে জড়িত হয়েছি। এখন আমার কি নতুন করে আবার ট্রেড লাইসেন্স করতে হবে?
Bebsar category poriborton korle ki albar trade licence korte hobe?
উত্তর: এটি ডিপেন্ড করছে আপনি আসলে অনলাইনকে কিভাবে ব্যবহার করছেন। যদি এমন হয় আপনি আপনার বুটিক ও টেইলারিং এ ক্রেতা আনবার জন্য অনলাইন ব্যবহার করছেন কিন্তু ক্রেতারা আপনার দোকানে এসেই তাদের প্রয়ােজনীয় সার্ভিসটি নিচ্ছে তাহলে আপনার নতুন করে ট্রেড লাইসেন্স আপনার পুরনাে ট্রেড লাইসেন্স এ অনলাইন ব্যবসার ধরন না করলেই হবে কারন আপনি শুধু এ মতে এর জন্য অনলাইনকে ব্যবহার করছেন। কিন্তু বিষয়টি যদি এমন হয় যে আপনি অনলাইনে ক্রেতাদের আপনার ব্যবসা সম্পর্কে জানাচ্ছেন, ক্রেতারা অনলাইন পেমেন্ট করছে, তারা হােম ডেলিভারি পাচ্ছে অর্থাৎ একটি অনলাইন। ব্যবসার যে সকল বৈশিষ্ট্য রয়েছে তার সবগুলাে বা বেশিরভাগই আপনার ব্যবসার মধ্যে বিদ্যমান তাহলে অবশ্যই আপনাকে নতুন করে ট্রেড লাইসেন্স করতে হবে। অথবা পুরনাে ট্রেড লাইসেন্স এ অনলাইন ব্যবসার ক্যাটাগরিটি যুক্ত করে নিতে।
ট্রেড লাইসেন্স এর ক্যাটাগরি/ধরন কি বাতিল বা পরিবর্তন করা যায়? যদি যায় তাহলে তার প্রক্রিয়াটি কী?
Trade licence er catagory ki poriborton / batil kora jay?
উত্তর: ট্রেড লাইসেন্স এর ধরন বাতিল করা যায়। আপনি চাইলে যে কোনাে সময় ট্রেড লাইসেন্স এর ধরন বাতিল বা পরিবর্তন করা যায়। এক্ষেত্রে নিয়ম হলাে আপনি প্রথমে ট্রেড লাইসেন্সটি হালনাগাদ করবেন। এরপর নতুন যে ট্রেড লাইসেন্স ধরনটি আপনি আপনার ট্রেড লাইসেন্স এ বাতিল বা পরিবর্তন করে ব্যবহার করতে চান সেটি আপনার ট্রেড লাইসেন্স এ add করে নিতে হবে এরপর পুরনাে যে ব্যবসার ধরনটি আছে সেটি বাতিল করার জন্য আবেদন করতে হবে। এটি কয়েকটি ধাপে সম্পূর্ণ হয়ে থাকে।
ট্রেড লাইসেন্স এর গেজেট এর কোনাে ক্যাটাগরি/ধরণের সাথেই যদি আমার ব্যবসার ক্যাটাগরি/ধরন না মেলে তাহলে আমার করণীয় কী?
Trade licence er kuno catagory bebsar category sathe na mele koroniyo ki?
উত্তর: সাধারণত এমন হওয়ার ঘটনা খুব কমই ঘটে থাকে কারন সময়ের সাথে সাথে ট্রেড লাইসেন্স এর ধরন/ক্যাটাগরির এর গেজেটটি আপডেট করা হয়ে তাকে। যদি একদমই আপনার ব্যবসার সাথে ট্রেড লাইসেন্স এর গেজেট এর কোনাে ধরন/ক্যাটাগরী না মেলে তাহলে আপনি যে অফিস থেকে ট্রেড লাইসেন্সটি করতে চাচ্ছেন তাদের সাথে বিস্তারিত আলােচনা করুন এবং আপনার ব্যবসা সম্পর্কে বিষদ বিবরণ দিন। এরপর তাদের পরামর্শ মােতাবেক ট্রেড লাইসেন্স এর ধরন/ক্যাটাগরি নির্ধারণ করুন।
ট্রেড লাইসেন্স এর ক্যাটাগরি/ধরনে ব্যবসার ক্যাটাগরি/ধরন আমদানিকারক এবং রপ্তানিকারক লেখা আছে, আমি কি এই ট্রেড লাইসেন্স দিয়েই পন্য আমদানি রপ্তানি করতে পারবাে?
Trade licence diye ki ponno amdani roptani korte parbo?
উত্তর: ট্রেড লাইসেন্স এ ব্যবসার ধরন আমদানিকারক এবং রপ্তানিকারক লেখা থাকলেও আপনাকে পন্য আমদানি এবং রপ্তানি করতে হলে আপনাকে অবশ্যই আমদানি এবং রপ্তানি লাইসেন্স করতে হবে তারপর আপনি পন্য আমদানী এবং রপ্তানী করতে পারবেন। এই রকম আরাে অনেক ক্যাটাগরি আছে যেগুলাে দিয়ে ট্রেড লাইসেন্স করে পরবর্তীতে সেই কাজের মূল লাইসেন্স সংগ্রহ করে এরপর মূল ব্যবসাটি পরিচালনা করতে হয়। যেমন: ড্রাগ লাইসেন্স।
একই ব্যবসা প্রতিষ্ঠান থেকে বিভিন্ন ধরনের পণ্য বিক্রি করে থাকে। যেমন: কখনও আম, কখনও কোরবানির পশু, কখনও পােশাক ইত্যাদি। এমতাবস্থায় ট্রেড লাইসেন্স এর ক্যাটাগরি/ধরন কী দেয়া যেতে পারে বা দেয়া উচিৎ?
উত্তর: এখানে একটি বিষয় লক্ষণীয়, সেটি হলাে বিক্রেতা যে ধরনের পণ্যই বিক্রি করুক না কেন, উনি কিন্তু একটি গেটওয়ে বা মাধ্যম ব্যবহার করে উনি পন্যগুলাে বিক্রি করছেন আর তা হলাে ‘অনলাইন’ আর ‘অনলাইন' এর ট্রেড লাইসেন্স এর ধরন হিসাবে ‘আইটি সার্ভিস দিলেই হবে। কারন উনি সবগুলাে পণ্য বিক্রি করছেন আইটি সার্ভিস এর সহযােগিতা নিয়ে অনলাইনে। সেক্ষেত্রে পণ্য যাই হােক সমস্য হবে না। তবে উল্লেখ্য যে বিশেষ কোনাে লাইসেন্স দরকার হয় এমন পণ্য এর মধ্যে অন্তর্ভুক্ত হবে না যেমন: মেডিসিন, কেমিক্যাল ইত্যাদি।
ট্রেড লাইসেন্সে ব্যবসার ক্যাটাগরি/ধরন সঠিক ব্যবহার না করলে কী সমস্যা হতে পারে?
Trade licence bebsar category sothik bebohar na korle ki somossa hote pare?
উত্তর: সঠিক ক্যাটাগরি দিয়ে ট্রেড লাইসেন্স না করার প্রথম যে সমস্যা সেটা হলাে যে কেউ আপনার ট্রেড লাইসেন্স দেখেই ধরে নিবেন আপনি ট্রেড লাইসেন্স ফি কমানাের জন্য সঠিক ট্রেড লাইসেন্স এ সঠিক ক্যাটাগরিটি ব্যবহার করেননি, তার মানে আপনার মধ্যে একজন অসৎ ব্যবসায়ী বসবাস করছে অথবা আপনি জেনেশুনে সরকারি বিভিন্ন ধরনের ট্যাক্স, ভ্যাট ফাঁকি দেবার জন্য এটা করেছেন। এছাড়াও আপনি বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের সুযােগ-সুবিধা হারাতে পারেন।
যেমন: ধরা যাক আপনি একজন সরবরাহকারী কিন্তু আপনি ট্রেড লাইসেন্স এ ক্যাটাগরি দিয়েছেন পােশাক বিক্রেতা এখন আপনি চাইলেও ভালাে কোনাে প্রতিষ্ঠানে সরবরাহকারী হিসাবে লিষ্টেড হতে পারবেন না কারন আপনার ট্রেড লাইসেন্স এ ব্যবসার ধরন লেখা আছে পােশাক বিক্রেতা। আবার ধরা যাক আপনি অনলাইন ব্যবসা করেন আপনি আইটি সার্ভিস ক্যাটাগরি না দিয়ে ক্যাটাগরি দিয়েছেন পােশাক বিক্রেতা এখন যথন আপনি ই-কমার্স রিলেটেড কোনাে এসােসিয়েশন এ সদস্য হতে যাবেন তখন আপনি সদস্য হতে পারবেন না। ফলে আপনি হয়তাে কাক্ষিত অনেক সুযােগ-সুবিধা হারাতে পারেন। সবচেয়ে বড় কথা বিপদ কখনও বলে আসে না তাই আপনি যে ব্যবসাটি করছেন সেটির জন্য যে ক্যাটাগরিটি প্রযােজ্য সেই ক্যাটাগরিটি ব্যবহার করুন নিশ্চিন্তে থাকুন।
পোষ্টটি লিখা হয়েছেঃ "ট্রেড লাইসেন্সের আদ্যোপান্ত" বইটি থেকে
বইটি কিনতেঃ রকমারি ডট কমে যোগাযোগ করুন
একটি মন্তব্য পোস্ট করুন