Trade License করার নিয়ম ও বিস্তারিত (পর্ব - ০৫)
ট্রেড লাইসেন্স, ই-টিন ও ভ্যাট এর মধ্যে পার্থক্য কী?
Trade license, E-TIN o VAT er moddhe parthokko ki?
উত্তর: ট্রেড লাইসেন্স হলাে আপনার ব্যবসার বৈধতা প্রদান করে। ট্রেড লাইসেন্সবিহীন ব্যবসা করলে সেটি অবৈধ হিসাবে বিবেচনা করা হয়। ই-টিন/আয়কর হলাে, আপনি বছরে যে পরিমাণ আয় করবেন সেই আয় থেকে সরকারকে একটি নির্দিষ্ট হারে (আয়করে হার নির্দিষ্ট করা আছে) ট্যাক্স/কর প্রদান করতে হবে। আপনি যদি আপনার আয়ের উপর নির্ধারিত কর প্রদান না করেন। তাহলে সেই আয়টি আইন বহির্ভূত বা ব্লাক মানি হিসাবে পরিগণিত হবে। ভ্যাট (VAT-Value Added Tax) হলাে এমন এক ধরনের ট্যাক্স/কর যেটি তখনই প্রদান করতে হয় যখন কোনাে পণ্য বা সেবার মধ্যে কোনাে ভ্যালু এ্যাড (ADD) করে একজন বিক্রেতা বিক্রি করে থাকেন। সরকার নির্ধারিত পণ্য বা সেবার উপর যদি ভ্যাট প্রযােজ্য হয় তাহলে ব্যবসায়ীর দায়িত্ব হলাে যিনি বা যেই ক্রেতা/ভােক্তা আপনার কাছ থেকে উল্লেখিত পণ্য বা সেবাটি গ্রহণ করছেন তার কাছ থেকে ভ্যাট আদায় করে (সরকার নির্ধারিত হারে) সরকারি কোষাগারে প্রদান করা।

Trade license fees bangladesh
Trade License Wallpaper : ProbochonBlog
ই-টিন সার্টিফিকেট যদি আগে করা থাকে তাহলে কি ট্রেড লাইসেন্স করতে কোনাে সমস্যা হবে?
e-TIN certificate jodi age kora thake tahole ki trade license korte kuno somossa hobe?
উত্তর: ই-টিন সার্টিফিকেট আগে করা থাকলে ট্রেড লাইসেন্স করতে কোনাে সমস্যা হবে না। কারন প্রথমত ট্রেড লাইসেন্স করার সময় ই-টিন সার্টিফিকেট এর প্রয়ােজন হয় না । দ্বিতীয়ত আপনি হয়তাে আগে আপনার অন্য একটি প্রয়ােজনে বা অন্য একটি আয়ের উৎস থাকার কারনে ই-টিন সার্টিফিকেট করেছেন। এ রকম হতেই পারে তবে। ই-টিন সাটিফিকেট যদি আগে করা থাকে তাহলে ট্রেড লাইসেন্স খােলার পর আপনি যখন ট্যাক্স রিটার্ন জমা দিবেন তখন অবশ্যই আপনার আয়ের নতুন উৎস হিসাবে ট্যাক্স রিটার্নে ট্রেড লাইসেন্স এর একটা কপি দিয়ে দিবেন।
যদি একজন ব্যক্তির একাধিক ট্রেড লাইসেন্স থাকে তাহলে কি তাকে একাধিক ই-টিন সার্টিফিকেট করতে হবে ?
Ekadhik trade license thakle ki ekadhik e-TIN certificate korte hobe?
উত্তর: একজন ব্যক্তি চাইলেও তার নামে একাধিক ই-টিন সার্টিফিকেট করতে পারবে না। কারন এটি জাতীয় পরিচয়পত্রের নম্বর দিয়ে করতে হয় আর একজন ব্যক্তির জাতীয় পরিচয়পত্র তাে একটিই। যদি কোনাে কারনে একজন ব্যক্তির একাধিক একমালিকানা ব্যবসা থাকে তাহলে যখন উনি ট্যাক্স রিটার্ন ফাইল জমা দিবেন তখন সবগুলাে ট্রেড লাইসেন্স এর কপি এবং সংশ্লিষ্ট ডকুন্টে সাথে দিবেন একাধিক আয়ের উৎস হিসাবে তাহলেই হবে।
সিটি করপােরেশন এবং ইউনিয়ন পরিষদের ট্রেড লাইসেন্স এর ক্ষেত্রে কি কোন ভ্যালু (মূল্যায়ন) কম বেশি হয় কি?
City Corporation ebong Union porisoder trade license er ki value kom beshi hoy?
উত্তর: সিটি করপােরেশন এবং ইউনিয়ন পরিষদ এর ট্রেড লাইসেন্স এর ভ্যালুর ক্ষেত্রে কোনাে তফাৎ নেই সকল ট্রেড লাইসেন্স এর ভ্যালু সমান। মনে রাখতে হবে ট্রেড লাইসেন্স কোনাে অফিস থেকে করতে হবে এটি কিন্তু আপনার হাতে নেই এটি নিয়ম এবং আইনদ্বারা নির্দেশিত। আপনি চাইলেই যে কোনাে স্থানীয় সরকার বিভাগ এর অফিস থেকে ট্রেড লাইসেন্স করতে পারেন না। আপনাকে স্থানীয় সরকার বিভাগ এর সেই অফিস থেকে ট্রেড লাইসেন্স করতে হবে, যে অফিসের অধীনে আপনার ব্যবসা প্রতিষ্ঠানের ঠিকানাটি পড়েছে। তাই এক্ষেত্রে মন খারাপ করার কোনাে সুযােগ নেই সকল ট্রেড লাইসেন্স এর ভ্যালু সমান।
চাকরিজীবীরা ট্রেড লাইসেন্স করতে পারবে কি?
Chakrijibira trade license korte parbe ki?
উত্তর: একজন চাকরিজীবী যদি শুধু মাত্র চাকরি করেন তাহলে তিনি ট্রেড লাইসেন্স করতে পারবেন না। তবে কোনাে চাকরিজীবী যদি চাকরির পাশাপাশি কোনাে ব্যবসা করেন তাহলে অবশ্যই ট্রেড লাইসেন্স করতেপারবেন। মূল কথা হলাে আপনার অবশ্যই একটি ব্যবসা থাকতে হবে তাহলেই আপনি ট্রেড লাইসেন্স করতে পারবেন। তবে সরকারি চাকুরিজীবীদের ক্ষেত্রে তাদের নিজ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে ট্রেড লাইসেন্স করা উত্তম।
ট্রেড লাইসেন্স করলেই কি আমি প্রশিক্ষণ প্রদান করে সার্টিফিকেট বিতরণ করতে পারবাে?
Trade license korlei ki ami proshikhon prodn kore certificate bitoron korte parbo?
উত্তর: ট্রেড লাইসেন্স গেজেট এ একটি ক্যাটাগরি আছে ‘ট্রেনিং সেন্টার নামে আপনি যদি এই ক্যাটাগরিতে ট্রেড লাইসেন্স করেন তাহলে হয়তাে আপনি ১-২ দিন বা ৪-৫ দিনের বা এই ধরনের সফট স্কিল প্রশিক্ষণগুলাে প্রদান করতে পারবেন। কিন্তু আপনি দীর্ঘ মেয়াদী কোনাে প্রশিক্ষণ প্রদান করতে পারবেন না বা সার্টিফিকেট দিতে পারবেন না। আপনি যদি দীর্ঘ মেয়াদী প্রশিক্ষণ প্রদান করতে চান এবং সার্টিফিকেট প্রদান করতে চান তাহলে আপনার প্রতিষ্ঠানটিকে অবশ্যই কারিগরি শিক্ষা বাের্ড থেকে রেজিষ্টেশন নিতে হবে তাহলে আপনি দীর্ঘ মেয়াদী সার্টিফিকেট কোর্স করাতে পারবেন।
আমার ট্রেড লাইসেন্স নিয়ে অন্য আরেকজন ব্যবসা করতে চায়? সেক্ষেত্রে কোন সমস্যা আছে কি?
Ekjoner trade license diye onnojon bebsa korle kuno somossa ache ki?
উত্তর: জ্বি, সমস্যা আছে। ট্রেড লাইসেন্স কখনও হস্তান্তরযােগ্য নয় । চাইলেই একজনের ট্রেড লাইসেন্স দিয়ে আরেকজন ব্যবসা করতে পারবেন না। এটি বৈধ কোনাে নিয়মের মধ্যে পড়ে না।আপনি যদি কাউকে আপনার ট্রেড লাইসেন্স বা আপনার ব্যবসাটি পরিচালনা করাতে দিতে চান তাহলে নিয়ম মেনে আপনি উনাকে আপনার ব্যবসার পার্টনার বা অংশীদার করে তারপর ট্রেড লাইসেন্সটি ব্যবহার করতে দিতে পারেন অথবা আপনার ট্রেড লাইসেন্স এর মালিকানা পরিবর্তন করে উনার নামে ট্রেড লাইসেন্সটি করে তারপর ব্যবহার করতে দিতে পারেন।
ট্রেড লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে অফিস/বাড়ি/দোকান ভাড়ার ডিড কীভাবে করতে হয়?
Trade license pawar khetre office, bari, dukan varar deed kivabe korte hoy?
উত্তর: ট্রেড লাইসেন্স এর জন্য শুধু নয়, আপনি যখন কোনাে অফিসবাড়ি/দোকান ভাড়া নিবেন তখন অবশ্যই সেটি ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পের উপর চুক্তি করে নিবেন। ট্রেড লাইসেন্স করার সময় চুক্তিপত্রের ফটোকপি প্রদান করতে হয়।
ট্রেড লাইসেন্স হারিয়ে গেলে করণীয় কী?
Trade license hariye gele koroniyo ki?
উত্তর: ট্রেড লাইসেন্স হারিয়ে গেলে সর্বপ্রথম আপনাকে একটি নিকটস্থ থানায় জিডি (সাধারণ ডায়েরি) করতে হবে এরপর সেই জিডির কপি এবং মালিকানা অনুসারে প্রয়ােজনীয় কাগজপত্র জমা দিয়ে পুরনাে ট্রেড লাইসেন্স এর একটি কপি চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর আবেদন করতে হবে। এই আবেদন এর সাথে যদি আমরা কোন ট্রেড লাইসেন্স এর ফটোকপি দিতে পাব্রি তাহলে সংশ্লিষ্ট অফিস তারাতারি আমার ট্রেড লাইসেন্সটির বিস্তারিত খুঁজে পাবেন এবং আমাকে তার একটি কপি দিতে পারবেন। অন্যথায় পুরাে বালাম বই (রেজিষ্টার বই) খুঁজে আমার ট্রেড লাইসেন্সটি বের করতে হবে এবং এটি সময় সাপেক্ষ ব্যাপার। এ জন্য আমাদের উচিৎ সব সময় ট্রেড লাইসেন্স এর একটি ফটোকপি, স্ক্যান কপি সংরক্ষণ করে রাখা যাতে করে আমরা এরকম পরিস্থিতিতে সেগুলাে কাজে লাগাতে পারি।
NGO প্রতিষ্ঠানের জন্য ট্রেড লাইসেন্স করতে হয় কি?
NGO protisthaner jonno trade license korte hoy ki?
উত্তর: NGO দের ক্ষেত্রে ট্রেড লাইসেন্স করতে হয় না কারন এটি একটি অলাভজনক প্রতিষ্ঠান। ট্রেড লাইসেন্স শুধুমাত্র লাভজনক প্রতিষ্ঠানের ক্ষেত্রেই প্রযােজ্য। তবে হ্যাঁ, যদি কোনাে NGO কোন লাভজনক কোনাে প্রকল্প নিয়ে কাজ করেন তাহলে তাদের অবশ্যই ট্রেড লাইসেন্স করতে হবে।
ব্যবসা প্রতিষ্ঠান শুরু করার অনেক দিন পর বা দেরিতে ট্রেড লাইসেন্স করলে কোনাে সমস্যা আছে কি?
Bebsa protisthan suru korar onek din por ba derite trade license korle kuno somossa ache ki?
উত্তর: জ্বি, সমস্যা কিছুটা তাে আছেই যেটা শুরুর দিকেও আলােচনা করা হয়েছে, সেটি হলাে যতক্ষণ না আপনি আপনার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য ট্রেড লাইসেন্স করছেন ততক্ষণ পর্যন্ত আপনার ব্যবসা প্রতিষ্ঠান আইনের দৃষ্টিতে অবৈধ এবং এর সকল কাজও বৈধ নয়। এছাড়া আরাে একটি গুরুত্বপুর্ণ বিষয় হলাে যতক্ষণ না আপনি ট্রেড লাইসেন্স করছেন ততক্ষণ কাগজে কলমে আপনার প্রতিষ্ঠানটি জন্মগ্রহণ করবে না। আমরা বেশিরভাগ সময়ই দেখি যে একটি প্রতিষ্ঠান হিসাবে। কিছুদিন চলার পর যখন এটি গ্রোথ পর্যায়ে যায় তখন অনেকেরই টাকা/লােন প্রয়ােজন হয় সেক্ষেত্রে তারা ব্যাংক এ গেলে কোনাে প্রকার সহযােগীতা পান না। কারন আপনি যেদিন ট্রেড লাইসেন্স করবেন সেদিন থেকে আপনার প্রতিষ্ঠানের বয়স গণনা শুরু হবে। যেহেতু আপনি ট্রেড লাইসেন্স করেননি তার মানে আপনার প্রতিষ্ঠানের এখনও জন্ম হয়নি, তাহলে যে প্রতিষ্ঠানের এখনও জন্মই হয়নি সেই প্রতিষ্ঠানকে ব্যাংক সহযােগীতা করবেন কীভাবে বলুন? এছাড়াও একজন ব্যবসায়ী হিসাবে যে সকল সুযােগ-সুবিধা পাওয়ার কথা তার কোনােটিই আপনি পাবেন না যদি না আপনি আপনার প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স করেন।
একটি ট্রেড লাইসেন্স একাধিক ব্যক্তি ব্যবহার করতে পারবে কি?
Ekti trade license ekadhik bekti bebohar korte parbe ki?
উত্তর: একটি ট্রেড লাইসেন্স কখনাে একাধিক ব্যক্তি ব্যবহার করতে পারবেন না। ট্রেড লাইসেন্স কেবলমাত্র সেই ব্যবসার মালিক যারা রয়েছেন তারাই ব্যবহার করতে পারবেন। যদি কোনাে ব্যবসা যৌথ মালিকানা বা প্রাইভেট লিমিটেড কোম্পানিও হয় তাহলেও কোনাে মালিক বা ডিরেক্টর তার ব্যক্তিগত কোনাে কারনে সেই যৌথ ব্যবসার বা প্রাইভেট লিমিটেড কোম্পানির ট্রেড লাইসেন্স ব্যবহার করতে পারবেন না। সকল মালিক বা ডিরেক্টরগণ প্রতিষ্ঠানের প্রয়ােজনে কেবল মাত্র ট্রেড লাইসেন্স ব্যবহার করতে পারবেন।
একটি ট্রেড লাইসেন্স এ একাধিক ব্যাক্তির নাম লেখা যাবে কি?
Ekti trade license e ekadhik bektir name lekha jabe ki?
উত্তর: একটি ট্রেড লাইসেন্স এ একাধিক ব্যক্তির নাম লেখা যাবে। তবে অবশ্যই সেই সকল ব্যক্তিকে ব্যবসার মালিক বা অংশীদার বা ডিরেক্টর হতে হবে। ব্যবসার মালিকানার সাথে জড়িত নয় এমন কোন ব্যক্তির নাম ট্রেড লাইসেন্স এ লেখার কোনাে সুযােগ নেই।
ট্রেড লাইসেন্স এ মালিকানার ধরন পরিবর্তন করা যায় কি?
Trade license e malikanar dhoron poriborton kora jay ki?
উত্তর: ট্রেড লাইসেন্স এ মালিকানার ধরন পরিবর্তন করা যায়। একমালিকানা ব্যবসা থেকে যৌথ মালিকানা বা যৌথ মালিকানা/এক মালিকানা ব্যবসার মালিকানা পরিবর্তন করে প্রাইভেট লিমিটেড কোম্পানী করা যায় । তবে মালিকানা পরিবর্তন করার সময় খেয়াল রাখতে হবে যাতে করে সঠিক নিয়ম অনুসরণ করে এই পরিবর্তনটি করা হয়। আমরা অনেক সময় খেয়াল করি যে সঠিক নিয়ম অনুসরণ না করার ফলে নতুন করে একটি ব্যবসার সৃষ্টি হয়ে যায়, আগের ব্যবসার সাথে নতুন ব্যবসার কোনাে ধারাবাহিকতা বজায় থাকে না। ব্যবসার মালিকানা পরিবর্তন এর সময় ব্যবসার ধারাবাহিকতা বজায় রাখা অত্যন্ত জরুরি একটি বিষয়। যেমন আমরা অনেক সময় খেয়াল করে থাকি যে, একমালিকানা বা যৌথ ব্যবসার মালিকানা পরিবর্তন করে প্রাইভেট লিমিটেড কোম্পানি করার সময় মেমােরেন্ডাম অব এসােসিয়েশন এ পুরনাে ব্যবসার কোনাে বিবরণ বা ট্রেড লাইসেন্স এর উল্লেখ থাকে না ফলে যখন পুরনাে ট্রেড লাইসেন্সটি সংশােধন করার জন্য দেয়া হয় তখন ট্রেড লাইসেন্স এর সংশ্লিষ্ট অফিস কোথায় পুরনাে ব্যবসার সাথে নতুন ব্যবসার ধারাবাহিকতা খুঁজে পান না ফলে ট্রেড লাইসেন্সটি সংশােধন করা সম্ভব হয় না। এজন্য যখনই কোন একমালিকানা/যৌথ মালিকানার ব্যবসার মালিকানার ধরন পরিবর্তন করে প্রাইভেট লিমিটেড কোম্পানি করার প্রয়ােজন হবে তখন অবশ্যই পুরনাে ব্যবসার বিবরণ এবং ট্রেড লাইসেন্স এর নম্বর, পেক্ষাপট ইত্যাদি মেমােরেন্ডাম এর মধ্যে উল্লেখ করতে হবে যাতে করে ব্যবসার ধারাবাহিকতা বজায় থাকে এবং আপনার ট্রেড লাইসেন্স এবং ব্যবসা সংশ্লিষ্ট অন্যান্য কাগজপত্র সংশােধন করতে আপনার কোনাে সমস্যা না হয়। একইভাবে একমালিকানা ব্যবসা থেকে যৌথ মালিকানা ব্যবসায় রুপান্তরিত করতে গেলেও একই রকমভাবে ব্যবসার বিবরণ এবং ট্রেড লাইসেন্স নম্বর পার্টনারশিপ ডিড এ উল্লেখ করতে হবে।
ট্রেড লাইসেন্স এ মালিকের নাম পরিবর্তন করা যায় কি?
Trade license e maliker name poriborton kora jay ki?
উত্তর: ট্রেড লাইসেন্স এ ব্যবসার মালিকের নাম পরিবর্তন করা যায়। বিভিন্ন কারনে ট্রেড লাইসেন্স এ ব্যবসার মালিকের নাম পরিবর্তন করার প্রয়ােজন হতে পারে, যেমন: ব্যবসায়ী ব্যবসাটা বিক্রি করে দিলে, ব্যবসায়ী মারা গেলে, ব্যবসায়ী বিদেশ চলে গেলে ইত্যাদি। ট্রেড লাইসেন্স এ মালিকের নাম কেন পরিবর্তন করা প্রয়ােজন তা উল্লেখ করে, প্রমাণ স্বরুপ যাবতীয় কাগজপত্র দিয়ে মালিকের নাম পরিবর্তন করা যায়।
পোষ্টটি লিখা হয়েছেঃ "ট্রেড লাইসেন্সের আদ্যোপান্ত" বইটি থেকে
বইটি কিনতেঃ রকমারি ডট কমে যোগাযোগ করুন
একটি মন্তব্য পোস্ট করুন