প্রবচন ব্লগ টেলিগ্রাম গ্রুপ

সমস্ত নোটস এবং টিউটোরিয়াল পেতে টেলিগ্রাম স্টুডেন্টস কমিউনিটি গ্রুপে জয়েন করুন

এখনই যোগ দিন

প্রবচনে আপনিও লিখুন

নিজের ক্রিয়েটিভিটি লেখার মাধ্যমে ছড়িয়ে দিতে এখনই যোগ দিন

এখনই যোগ দিন

শর্ত, গোপনীয়তা নীতি ও সমস্ত নীতিমালা

সর্বশেষ সংশোধিতঃ ৭ মার্চ, ২০২১

নোটিশ!

"প্রবচন ব্লগ বা Probochon Blog শুধুমাত্র www.probochon.blog ওয়েবসাইট থেকেই প্রবেশযোগ্য। ইন্টারনেটে আমাদের আর কোন ডোমেইন নেই।" {alertWarning}

প্রবচন ব্লগ কি?

প্রবচন ব্লগ HSC বা Intermediate students দের পড়াশুনার জন্য একটি সহায়ক ব্লগ। এখানে এইচ এস সি বা ইন্টারমিডিয়েট স্টুডেন্টদের HSC পড়াশোনা ও বিশ্ববিদ্যালয় প্রস্তুতির জন্য HSC syllabus, HSC notes সহ প্রতিটি বিষয়ের chapterwise আলোচনা করা হয়।

প্রবচন ব্লগের উদ্দেশ্য কি?

প্রবচন ব্লগের উদ্দেশ্য হলো, স্বাধীন ও মুক্তভাবে মানুষের চিন্তা, মতামত, সৃজনশীলতা দিয়ে মার্তৃভাষায় চমৎকার একটি ব্লগ তৈরি করা। 

প্রবচন ব্লগের লেখা ও লেখকদের সম্পর্কে জানতে চাই

প্রবচন ব্লগের লেখকরা খুবই সৃজনশীল ও মুক্ত চিন্তার অধিকারী। ব্লগে প্রকাশিত সমস্ত লেখা, মন্তব্য, গ্রাফিক্স, অডিও, ভিডিও বা যাবতীয় কার্জকলাপের দ্বায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর। প্রকাশিত কোন আর্টিকেল বা গ্রাফিক্স কখনই কোন ব্যাক্তি বা প্রতিষ্ঠানের অনুভূতিকে আঘাত, বিরুদ্ধাচরন বা হেয় করেনা। যদি কোন প্রকাশিত বিষয় সম্পর্কে কোন ব্যাক্তি বা প্রতিষ্ঠানের অভিযোগ থেকে থাকে, তাদের দ্রুত আমাদের অভিযোগ পেইজে জানানোর জন্য অনুরোধ করা হলো। প্রবচন ব্লগের লেখকরা, তাদের প্রকাশিত সমস্ত তথ্য উপাত্ত বিশ্লেষণ তাদের নিজস্ব জ্ঞান ও বিভিন্ন তথ্যভান্ডারের সাহায্য নিয়ে লিখেন। কোন লেখক সম্পর্কে যদি বিস্তারিত জানতে চান, তাহলে নির্দিষ্ট পোষ্টের শেষে লেখকের বিস্তারিত পাবেন। কোন তথ্য উপাত্ত সম্পর্কিত আর্টিক্যালের রেফারেন্স, প্রয়োজনে সুনির্দিষ্ট আর্টিক্যালের নিচেই উল্লেখ করা হয়। প্রবচন ব্লগে সমস্ত কপিরাইট আঈন মেনে প্রতিটি আর্টিকেল লিখা হয়।

কপিরাইট আইন

প্রবচন ব্লগে প্রকাশিত কোন লেখা বা আর্টিক্যাল অফলাইনে মূদ্রণ বা ইন্টারনেটের আর কোন ব্লগ বা সার্ভারে নেই। যদি কোন ব্যাক্তি বা প্রতিষ্ঠান, প্রবচন ব্লগের কোন লেখা বা আর্টিক্যাল বা আংশিক কোন তথ্য, প্রবচন টিমের অনুমতি ছাড়া, প্রবচন ব্লগ ভিন্ন অন্যত্র প্রকাশ করেন, তাহলে ৪৬ নং ডিজিটাল নিরাপত্তা আইনের, ষষ্ঠ অধ্যায়ের ৩৩ অনুচ্ছেদ অনুযায়ী, অনধিক ৫ (পাঁচ) বৎসর কারাদন্ড, বা অনধিক ১০ (দশ) লক্ষ টাকা অর্থদন্ড, বা উভয় দন্ডে দন্ডিত হবেন।

গোপনীয়তা নীতি

প্রবচন ব্লগের উল্লেখিত অফিসিয়াল ঠিকানা https://www.probochon.blog/ ভিন্ন অন্য কোন ডোমেইন নেই। প্রবচন ব্লগের সর্বমোট ১০টি সোসাইল মিডিয়াতে ফ্যান পেইজ বা ঠিকানা রয়েছে, যা প্রবচন ব্লগের অফিসিয়াল ঠিকানা https://www.probochon.blog/ এ উল্লেখ করা হয়েছে। এই গোপনীয়তা নীতিতে প্রবচন ব্লগের ভিসিটরস বা পাঠকদের কি কি তথ্য সংগ্রহ এবং জমা থাকে তা বিস্তারিত আলোচনা করা হয়েছে। প্রবচন ব্লগের ভিসিটরস বা পাঠকদের কিভাবে প্রবচন ব্লগ ব্যবহার করতে হবে, তার স্পষ্ট নীতি ও নিয়ম উল্লেখ করা হয়েছে। 

যদি আপনার এখানে উল্লেখিত নীতিমালা সংক্রান্ত বা নীতিমালা বহির্ভূত কোন তথ্য বা প্রশ্ন জানার থাকে, দয়া করে আমাদের অফিসিয়াল ইমেইলঃ ProbochonBlog@gmail.com অথবা যোগাযোগ পেইজে যোগাযোগ করুন। 

সম্মতি

প্রবচন ব্লগ ব্যবহারকারীকে অবশ্যই প্রবচন ব্লগের গোপনীয়তা নীতি ও শর্তকে মেনে চলতে হবে।

আমরা যেসব তথ্য সংগ্রহ করি

যদি আপনার কোন ব্যাক্তিগত তথ্য জানতে চাওয়া হয়, তাহলে অবশ্যই আপনাকে তা জিজ্ঞেস করা হবে, এবং সে তথ্যটি কেন জানতে চাওয়া হচ্ছে, তা পরিষ্কারভাবে আপনাকে জানানো হবে।

আপনি যদি আমাদের সাথে "যোগাযোগ পাতায়" সরাসরি যোগাযোগ করেন, তাহলে, আপনার সাধারন তথ্য, যেমন, আপনার নাম, ইমেইল ঠিকানা এবং আপনার লিখা বার্তা আমাদের কাছে প্রদর্শিত হবে। প্রবচন ব্লগ ব্যবহার করার জন্য কোন ব্যবহারকারী বা ভিসিটরসকে সাইন ইন বা রেজিষ্ট্রেশন করতে হ‍য় না। তবে মন্তব্য করার জন্য আপনার অবশ্যই গুগল ও ব্লগারে একটি একাউন্ট থাকা জরুরী। তবে মন্তব্য করার জন্য গুগল ব্লগারের গোপনীয়তা নীতি এবং শর্ত মেনে আপনাকে মন্তব্য করতে হবে।

গুগল ব্লগারের গোপনীয়তা নীতি পড়ুন এখানেঃ https://www.blogger.com/go/privacy
গুগল ব্লগারের শর্ত পড়ুন এখানেঃ https://www.blogger.com/go/terms {alertWarning}


কমেন্ট নীতিমালা

পাঠক ও ভিসিটরসদের কোন রকম ভূয়া বা আক্রমনাত্নক, অশালীন, অশ্রাব্য মন্তব্য করা থেকে বিরত থাকতে হবে। মনে রাখবেন আপনার প্রতিটি মন্তব্য আমরা নজরদারীতে রাখছি। যেকোন মন্তব্য মুছে ফেলা বা সম্মতি দেয়া সম্পূর্ণ প্রবচন ব্লগের এখতিয়ারভূক্ত। আপনার বা অন্য কারো কোন অভিযোগ, জিজ্ঞাসা বা মতামত জানাতে প্রবচন ব্লগের যোগাযোগ পাতা ব্যবহার করুন।

কপিরাইট আইন

DMCAবাংলাদেশ কপিরাইট আইন ব্যবহার করে প্রবচন ব্লগের প্রতিটা লাইন, আর্টিকেল, লিখা, গ্রাফিক্স, ছবি, অডিও, ভিডিও, ডিজাইনকে নিরাপত্তা দেয়া হয়, যদি কেউ প্রবচন ব্লগের অজ্ঞাতে প্রবচন ব্লগের কোন লাইন, আর্টিকেল, লিখা, গ্রাফিক্স, ছবি, অডিও, ভিডিও, ডিজাইনকে অনুলিপি করে, ব্যক্তিগত অথবা প্রতিষ্ঠানের কাজে ব্যবহার করে, তাহলে ব্যাক্তি ও তার প্রকাশিত মাধ্যমের বিরুদ্ধে DMCA এবং "বাংলাদেশ কপিরাইট আইন ২০০০" অনুযায়ী আইনী ব্যবস্থা নেয়া হবে।

বাংলাদেশ কপিরাইট আইন পড়ুনঃ
http://www.copyrightoffice.gov.bd/site/view/law/-  {alertWarning}
DMCA কপিরাইট আইন পড়ুনঃ https://www.dmca.com/faq/Digital-Millennium-Copyright-Act-Services-Ltd-Terms-and-Conditions
DMCA কপিরাইট নিরাপত্তা পড়ুনঃ https://www.dmca.com/privacy.aspx {alertWarning}

আমরা আপনার দেয়া তথ্য উপাত্ত কিভাবে ব্যবহার করি?

আপনার দেয়া ও প্রদান করা কোন তথ্য উপাত্ত আমরা বেশ কয়েকটি কাজে ব্যবহার করে থাকি...

যেমনঃ

১) গুগল ও ব্লগার এনালেটিক্স ব্যবহার করে আপনার দেশের অবস্থান যাচাই করতে।

২) গুগল ও ব্লগার এনালেটিক্স ব্যবহার করে আপনি কোথা থেকে প্রবচন ব্লগে এসেছেন তা যাচাই করতে। যেমনঃ আপনি কি গুগল সার্চ করে এসেছেন? আপনি কি কোন সোসাইল মিডিয়া থেকে এসেছেন, ইত্যাদি।

৩) সর্বাধিক পঠিত আর্টিকেল বা ব্লগ পোষ্ট গবেষণা করে, আপনাদের পছন্দ অপছন্দ যাচাই, ও সে অনুযায়ী নতুন আর্টিকেল লিখতে।

৪) প্রবচন ব্লগে আপনার ক্রিয়াকলাপ যাচাই করে, ব্লগকে আরোও উন্নত করতে।

৫) গুগল এডসেন্স আপনার পছন্দ অপছন্দ যাচাই করে বিজ্ঞাপন দেখাতে।

৬) আপনি যদি আমাদের নিউজলেটার থেকে ইমেইল গ্রাহক হোন তাহলে নতুন আর্টিকেল বা ব্লগ পোষ্টের হালনাগাদ জানাতে।

৭) ক্লাউডফ্লেয়ার ব্যবহার করে কারও অবৈধ অনুপ্রবেশ ও ক্রিয়াকলাপ বন্ধ করে দিতে।

8) DMCA ব্যবহার করে, আমাদের প্রকাশিত আর্টিকেল বা ব্লগ পোষ্টকে নিরাপত্তা দিতে, যদি কেউ কোন আর্টিকেল বা ব্লগ পোষ্ট কপি করে, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে।

লগ ফাইল

প্রবচন ব্লগ একটি নির্দিষ্ট মানের লগ ফাইল ব্যবহার করে। এটি তখনই জমা হয়, যখন প্রবচন ব্লগের কোন পাঠক বা ভিসিটরস www.probochon.blog এ ভিসিট করেন। এই লগ ফাইল ব্যবহার করে গুগল এনালেটিক্সে পাঠক বা ভিসিটরসদের ক্রিয়াকলাপ লক্ষ্য করা হয়। এছাড়াও ফায়ারবেজ ব্যবহার করে, প্রতিটি আর্টিকেল বা ব্লগ পোষ্ট কতবার পড়া হয়েছে, তার হিসেব রাখা হয়। 

কুকিস ও ওয়েব বীকনস

অন্যান্য সাধারন ওয়েবসাইটের মত, প্রবচন ব্লগও কুকিস ব্যবহার করে। এসব কুকিস ব্যবহার করা হয়, পাঠক বা ভিসিটরসদের পছন্দকে অগ্রাধীকার দেয়ার জন্য। প্রতিটি নতুন পাঠক বা ভিসিটরসদের পপ আপ উইন্ডোতে এই Cookie Alert জানিয়ে দেয়া হয়। কুকিস ব্যবহার করে প্রবচন ব্লগের রঙ পরিবর্তন (ডার্ক মোড বা নাইট মোড) নির্বাচন করা হয়। এছাড়াও ব্লগারের নিজস্ব টুলস, "পরিসংখ্যান" ব্যবহার করে, পাঠক বা ভিসিটরসদের ক্রিয়াকলাপ, ব্রাওজার, দেশ ও সোর্স দেখা হয়।

বিজ্ঞাপন

প্রবচন ব্লগ তাদের লেখকদের সম্মানির জন্য অফিসিয়াল ঠিকানা www.probochon.blog -এ শুধুমাত্র গুগল এডসেন্সের বিজ্ঞাপন প্রদর্শন করে। মনে রাখবেন, কোন ৩য় পক্ষ বিজ্ঞাপনদাতার প্রদর্শিত বিজ্ঞাপন ও নিয়ম, নীতি বা পরিচালনার উপর প্রবচন ব্লগের কোন প্রবেশধিকার নেই।

এডসেন্স শর্ত পড়ুন
https://www.google.com/adsense/new/localized-terms?hl=bn-BD
এডসেন্স গোপনীয়তা নীতি পড়ুন 
https://policies.google.com/privacy?hl=bn {alertWarning}

৩য় পক্ষ গোপনীয়তা নীতি

প্রচার ব্লগের গোপনীয়তা নীতি ও শর্তাবলী অন্যান্য বিজ্ঞাপনদাতাদের বা ওয়েবসাইটের উপর খাটবে না। সুতরাং, আমরা আপনাকে বিশদ তথ্যের জন্য, সেসব তৃতীয় পক্ষের বিজ্ঞাপন সার্ভারগুলির উল্লেখিত গোপনীয়তা নীতিগুলির সাথে আপনি একমত কিনা তা দেখার জন্য পরামর্শ দেয়া হচ্ছে।

আপনি আপনার নিজস্ব ব্রাউজয়ারের মাধ্যমে কুকি অক্ষম করতে পারেন। তবে, এতে করে প্রবচন ব্লগের অনেক সুবিধা থেকে আপনি বঞ্চিত হবেন।

আমরা আপনাকে নিশ্চিত করতে চাই যে আপনি আপনার সমস্ত ডেটা সুরক্ষা অধিকার সম্পর্কে প্রবচন ব্লগ পুরোপুরি সচেতন। প্রবচন ব্লগের প্রতিটি লিখা, তথ্য উপাত্ত যেকোন বয়সী পাঠকের জন্য উপযোগী। কোন রকম ভূল বা ভূয়া, নোংরা অথবা অবৈধ তথ্য আমরা প্রকাশ করিনা। প্রকাশিত কোন আর্টিকেল, ব্লগ পোষ্ট বা গ্রাফিক্স কখনই কোন ব্যাক্তি বা প্রতিষ্ঠানের অনুভূতিকে আঘাত, বিরুদ্ধাচরন বা হেয় করেনা। যদি কোন প্রকাশিত বিষয় সম্পর্কে কোন ব্যাক্তি বা প্রতিষ্ঠানের অভিযোগ থেকে থাকে, তাদের দ্রুত আমাদের অভিযোগ পাতায় জানানোর জন্য অনুরোধ করা হলো। 

{fullWidth}