ভিপিএন কি? কিভাবে কাজ করে? ভিপিএন আদ্যোপান্ত
ভিপিএন নিয়ে চমৎকার একটি আর্টিকেল পড়ুন প্রবচন ব্লগে। ভিপিএন কি? নিরাপদে ভিপিএন কোনটি? ভিপিএন কিভাবে কাজ করে? VPN Ki? VPN Kivabe kaj kore?
ভিপিএন - ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। নাম টা শুনেন নি এমন কেউ হয়তো কম পাওয়া যাবে। সহজ কথায় যদি বলি, বাংলাদেশে যখন ফেসবুক বন্ধ করে দিয়েছিল, তখন আমরা ফেসবুক চালানোর জন্য যে এপস বা সফটওয়্যারটি ব্যবহার করেছিলেন, সেটাই ভিপিএন বা ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক।
কি সহজ তাইনা? এক কথায় বুঝে গেলাম ভিপিএন কি।
আচ্ছা! এবার কি একটু জানতে ইচ্ছে করছে না, যে ভিপিএন আসলে কি এমন জিনিস যা সংবাদ সম্মেলন ডেকে ফেসবুক বন্ধ করার পরেও সাধারন মানুষ দেদারসে সরকারী আইনকে বাইপাস করে চালাতে পারছে? আরেকটি প্রশ্ন হয়তো মাথায় ঘুরছে, আচ্ছা এটি কি বৈধ?
"ভিপিএন কি? কিভাবে কাজ করে? ভিপিএন আদ্যোপান্ত” এই আর্টকেলে আমরা ভিপিএন এর এসব এ-টু-জেট বিষয় নিয়ে আলোচনা করবো।
চলুন প্রথমে দেখে নেই এই আর্টিকেলে কি কি বিষয়বস্তু নিয়ে আলোচনা হবে।
ভিপিএন বা ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক কি?
টেকনোলজির ভাষায় ভিপিএন (VPN - Virtual Private Network) এমন একটা মাধ্যম, যা ব্যবহার করার সাথে সাথেই আপনার ব্যবহৃত ইন্টারনেটকে একটি টানেলের মাধ্যমে কিছু এনক্রিপ্টেড লেয়ার বা আবরণে আবৃত করে ফেলে। আর তখন এই আবরেন আবৃত ইন্টারনেট দিয়ে পৃথিবীর প্রায় সকল ওয়েবসাইটে ভ্রমণ করতে পারবেন, আর এই ভ্রমণে কেউ জানতেও পারবেনা আপনি কোথা থেকে এসেছেন, আপনার ইন্টারনেট টি কোন অপারেটরের বা আপনার ডিভাইসের পরিচয় কি।
কি মজা না? হ্যাঁ। ভিপিএন আসলেই একটা মজার জিনিস।
আমরা যদি একটু কম্পিউটার সাইন্সের ভাষায় বলি, ভিপিএনের সংজ্ঞা হবে এরকম, “ভিপিএন হলো একটি এনক্রিপটেড ভার্চুয়াল নেটওয়ার্ক, যা আপনাকে অনলাইনে আপনার বর্তমান ইন্টারনেট সংযোগে নিরাপত্তা ও গোপনীয়তাকে বজায় রেখে একটি প্রাইভেট বা গোপন নেটওয়ার্ক তৈরি করবে। যেখানে আপনার ব্যবহৃত ইন্টানেটের আইপি এড্ড্রেস ও ইন্টারনেটে আপনার যাবতীয় কার্যক্রমকে সম্পূর্ণরূপে গোপন থাকবে।”
ভিপিএন আসলে কিভাবে কাজ করে?
আপনি যখন একটি ভিপিএন সার্ভারে নিজের ইন্টারনেট কে সংযুক্ত করবেন, তখন সাথে সাথে বেশ কিছু ব্যাপার ঘটে যায়, যা আমরা খালি চোখে হয়তো দেখতে পারিনা। যেমনঃ
আপনার ইন্টারনেটকে একটি সিক্রেট আবরণে আবৃত করে ফেলে। এই লেয়ার বা আবরণ গুলোকে খুলতে হলে প্রচুর সময় ও মেধার দরকার পড়ে। তাছাড়া কিছু ভিপিএন আছে যা একটা নির্দিষ্ট সময় পর পর এই আবরণ বা লেয়ার পাল্টিয়ে নতুন নতুন লেয়ারে আবৃত করে নেয়। যার কারনে যে ব্যাক্তি বা প্রতিষ্ঠান আপনার এই গোপণ লেয়ারকে ভাঙতে চাইবে, তার অবস্থা খারাপ হয়ে যাবে। কারন আপনার এই সিক্রেট লেয়ারকে ভেদ করার মত ক্ষমতা তার থাকবে না। আর যদিও বা চায়, তাহলে সুপার কম্পিউটারের মত প্রযুক্তির দরকার পড়বে। আর সাথে লাগবে একঝাক হ্যাঁকার। তারমানে বুঝা গেল আপনি আপনার নেট ইউজ করে কার সাথে কি কথা বলছেন বা কোথায় কি পাসওয়ার্ড দিচ্ছেন বা কি করে বেরাচ্ছেন তা ধরা অসম্ভব হয়ে পড়ল।
এখন চলুন জেনে নেই এই সিক্রেট লেয়ারে কি এমন থাকে যা, আপনার ইন্টারনেটকে এত শক্তিশালী করে ফেলল?
আসলে সহজ কথায় যদি বলি, বলতে হবে, বিভিন্ন দেশের ইন্টারনেট আইপিকে গুলো দিয়ে আপনার এই লেয়ার গুলো শক্তিশালী করে। ধরুন আপনি বসে আছে জামালপুর, আর ভিপিএনে আপনি সিংগাপুরের একটি আইপিকে আপনার নেটওয়ার্কে এসাইন করে দিলেন। ব্যাস। আপনি বসে আছেন জামালপুরে, আপনি জামালপুইরা পোয়া, কিন্তু আপনি যদি এখন ইন্টারনেটে ঘুরে বেড়ান, আপনাকে তারা মনে করবে আপনি সিংগাপুরী পোয়া। আশা করি বিষয়টা ক্লেয়ার। বেজাল থাকলে কমেন্টে জানাবেন।
ভিপিএন কেন দরকার?
যদি এই প্রশ্নটা এভাবে করি, আমি কেন ভিপিএন ব্যবহার করব? আমার বা আমার প্রতিষ্ঠানের ভিপিএন কি দরকার আছে? আমি ত ভালো মানুষ, আমার প্রতিষ্ঠান ত ভালো প্রতিষ্টান। আমরা ভিপিএন দিয়া কি করব? হুদাই?
আসলে আপনি এতক্ষণ যা পড়ে বুঝলেন তা এবার একটু অন্য দৃষ্টিতে ভেবে দেখুন। ধরুন আপনি খুব নেক ও আদর্শবান মানুষ। আর আপনার জীবনে আপনি আকাম কুকাম করেন নাই। তাহলে আপনার কেন ভিপিএন এর দরকার?
প্রথমত আপনার ভিপিএন এজন্যই দরকার, যদি আপনি মনে করেন, আপনি যে ইন্টারনেটটি ব্যবহার করছেন, তা কেউ মনিটরিং করছে। আপনি হয়তো আপনার পরিবারের কারো সাথে ভিডিও কলে কথা বলছেন। তাহলে আপনি কি চান, আপনাদের এই কথা বার্তা বাইরের কোন চোর জানুক বা দেখুক? ধরুন আপনি আপনার কোম্পানিতে একটি ভার্চুয়াল মিটিং করছেন। মিটিংয়ে যুক্ত আছেন আমেরিকার প্রেসিডেন্ট। তাহলে আপনি কি চান এই মিটিংটা কেউ লিক করে দিক?
যদি উত্তর না হয়। তাহলে আপনি কি ভাবছেন?
“আইজ তে ভিপিএন ইউজ করুম” - এমন কিছু?
তাহলে বলা যাক। হ্যাঁ আপনি হয়তো ঠিক চিন্তাই করছেন।
তবে প্রশ্ন আসে কি? এই ভিপিএন ইউজ করলেই আমার নেট সুরক্ষা পাবে?
আসলে আপনার নেটওয়ার্ক সুরক্ষিত করার জন্য অনেক কিছুই করা লাগবে, তবে সে অনেক কিছুর মাঝে ভিপিএন একটা বড় পয়েন্ট। আর ভিপিএন মানেই যে অন্য দেশের আইপি বা সার্ভার তা কিন্তু না। আপনার নিজস্ব নেটওয়ার্কেও আপনি সিক্রেট ভিপিএন বানিয়ে, তা চাইলে উগান্ডা থেকেও ব্যবহার করতে পারেন।
ভিপিএন আপনাকে কি কি বিষয়ে সুরক্ষা দিতে পারে?
১। আপনার ইন্টারনেটের কার্যক্রমকে সুরক্ষা দিবে।
২। আপনার ইমেইল পাসওয়ার্ড বা যোগাযোগকে সুরক্ষা দিবে।
৩। আপনার লেনদেন বা ব্যাংকিং সিস্টেমকে সুরক্ষা দিবে।
৪। আপনার নেটওয়ার্ককে হ্যাকার থেকে সুরক্ষা দিবে।
৫। আপনাকে Anonymous বা আপনার আইডেন্টিটিকে সুরক্ষা দিবে।
৬। অনলাইন কেনাকাটা বা যেকোন রকমের কার্যক্রমকে নিরাপদ রাখবে।
আমার ধারণা আমার আমার এই স্বল্প জ্ঞান আপনাকে বুঝাতে সক্ষম হয়েছে ভিপিএন আসলে কেন দরকার। যদি আমার ধারণা সঠিক হয়, কমেন্টে জানাবেন সেটাও আশা রাখি।
ভিপিএন কিভাবে ইন্টারনেট আইপি কে সুরক্ষা দেয়?
আপনারা ইতোমধ্যে জানেন ভিপিএন একটা লেয়ার তৈরী করে, আর এই লেয়ারটা আপনার নেটওয়ার্ক মানে ধরুন আপনি জিপি সিম দিয়ে নেট ইউজ করছেন, আপনার এই জিপি সিমের যে নেটওয়ার্ক ভিন্ন একটি নেটওয়ার্কের সাথে সযুক্ত হয়। ধরুন আপনার পাড়াতো ভাই আমেরিকা থাকে। সেই পাড়াতো ভাইয়ের নেটওয়ার্কের সাথে সযুক্ত হয়। আর আপনার এই জিপি সিমের নেট-কে এক ক্লিকে সেই পাড়াতো ভাইয়ের অফিসের নেট বানিয়ে ফেলে। মানে হলো, আপনি এখন একটা মুভি নামাবেন, কিন্তু যে ওয়েবসাইট থেকে মুভি নামাবেন, সেখানে যখনই আপনি ঢুকলেন, সেই সাইটের মালিক ভাববে, “আরে ব্যস! আমেরিকা থেকে কে যেন আসছে মুভি ডাওনলোড করতে। দেখ দেখ আমরা কত্ত পপুলার। আমেরিকাতেও আমাদের পরিচিতি আছে।”
তারমানে আপনার নিজের সেই জিপি সিমের নেট সম্পূর্ণ ভাবে সুরক্ষিত হলো সেই মুভি ওয়েবসাইটের মালিকের কাছে।
ভিপিএন কি আমাদের তথ্য লিক করে?
এখানে আরেকটি প্রশ্ন মাথায় আসে কি? আচ্ছা আমি যে জিপি সিমের নেট ইউজ করে পাড়াতো ভাইয়ের নেট চালাচ্ছি, এটা কি জিপি সিমের অপারেটর জানতে পারবে?
এর সোজাসাপ্টা উত্তর হলো, 100%! জানতে পারবে।
কিন্তু। এখান একটা কিন্তু আছে। কিন্তুটা হলো, জিপি সিমের অপারেটর কি এটা জানতে পারবে আপনি যে এইমাত্র একটা মুভি ডাওনলোড করলেন আপনার কম্পিউটারে?
এরও সোজাসাপ্টা উত্তর হলো, 0%! না। পারবে না।
কেন?
কারন, জিপি সিমের মালিকের কি আপনার পাড়াতো ভাইয়ের আমেরিকার সেই ইন্টারনেট অপারেটরের একসেস আছে?
কি বলবেন? এখানে যদি, আপনার পাড়াতো ভাইকে জিপি অপারেটর মেলাগুলা ট্যাকার লোভ দেখিয়ে বলে, ভাইজান আপনার নেট ইউজ করে কি কি চালাইছে, সেটা কি একটু দেখাবেন?
দেখুন। আমি খুব সহজ একটা উদাহরণ দিলাম। আপনার বুঝার জন্য এবার একটু বাস্তবতার দিকে যাই।
ধরুন আপনি ভিপিএন কিনলেন, NORD VPN বা HOTSPOT SHIELD তাহলে আপনার কি মনে হয়, এইবার আপনার জিপি সিমের অপারেটর চাইলে টাকা দিয়ে NORD বা HOTSPOT SHIELD এর কাছ থেকে আপনার ডেটা দেখতে পারবে?
প্রশ্নটা মাথায়ই ঘুরপাক খেতে থাকুক। এবার ধরুণ ইংল্যান্ডের রানী যদি চায়, তিনি কি পারবেন?
এর উত্তর আসলে হবে, হতেও পারে। মে বি।
নিরাপদে ভিপিএন ইউজ করবো কিভাবে?
ভিপিএন ইউজ করে লাভ কি? লাভ কি যদি দেখুন, তাহলে আর্টিকেল টা আবার পড়ুন। আর ভাবুন। আপনি কি এমন হয়ে গেলেন, যে আপনার পেছনে ইংল্যান্ডের রানী বসে থাকবে? আর কথা টা এতদূর গড়াবে কেন? যদি গড়াবেই তাহলে আমি বলবো নিশ্চই আপনি মার্ক জুকারবার্গের গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড।
আচ্ছা। এবার ধরুন আপনি মার্ক জুকারবার্গের কাছের মানুষ। তাহলে আপনি কিভাবে এখন নিজের ইন্টারনেটকে ব্রিটেনের রানীর থেকে সুরক্ষা দিবেন?
বাপরে! আমার কি সৌভাগ্য মার্ক জুকারবার্গের কাছের মানুষকে আমি জ্ঞান দিতেছি। এহেম। এহেম।
নিরাপদে ভিপিএন ইউজ করার জন্য দুইটা সিস্টেম ইউজ করতে পারেন।
১। আপনি জুকারকে বলুন নিজস্ব এনক্রিপটেড টানেল বানিয়ে দিতে বা আপনি নিজেও বানাতে পারেন। আপনি NORD FORD কে গুনায় ধরবেন না।
২। আপনি
TOR এর মত সিস্টেম মেনে ১০০০০ টা প্রক্সি দিয়ে আপনার নিজের ভিপিএন বানিয়ে নিন। যেখানে প্রতি মিনিটে মিনিটে বা নির্দিষ্ট সময় পর পর আপনার আইপি একা একাই পরিবর্তন হয়ে যাবে। তাহলে কারোও ক্ষমতা নাই, পৃথিবীতে এত বিলিয়ন বিলিয়ন আইপি ঘেটে ঘেটে দেখা, যে কখন কোথায় আপনি কি করেছেন।
কিভাবে একটি ভিপিএন বাছাই করবেন?
এবার আমরা মার্কের সাথে সম্পর্ক চুকিয়ে চলে আসি, ডাল ভাত খাওয়া বাঙালী রূপে। আপনার আসল পরিচয়ে। ধরুন আপনি এত প্যারা নিয়ে নিজস্ব টানেল বানাতে চান না বা TOR এর মত ১০০০০ টা আইপি দিয়ে নিজের ভিপিএন ও বানাতে চান না। আপনি চান সহজ ভাষায়, কেউ আপনাকে একটা বানানো ভিপিএন দিবে, আর সেখানে আগে থেকেই বিভিন্ন দেশের হাজারটা আইপি থাকবে।
তাহলে চলুন দেখে নেই, বর্তমানে সবচেয়ে জনপ্রিয় কয়েকটি ভিপিএন এর নাম। সাথে ও জেনে নেই কিভাবে এত এত ভিপিএন এর ভীড়ে আপনার পছন্দের ভিপিএন কে বাছাই করবেন।
একটি কোম্পানি যেমন, NORD, TunnerBear ইত্যাদি কোন কোম্পানি বিজনেস করার জন্য একটা ভিপিএন বানিয়েছে। তাহলে তাদের প্রথম টার্গেট কি থাকবে?
কাস্টোমার সেটিসফিকেশন? ঠিক?
হ্যাঁ। একটা ভালো ও স্বনামধন্য বা রেপুটেড ভিপিএন কোম্পানি তারাই, যারা কাস্টোমারের সকল চাহিদা পূরন করবে। কাস্টোমারের ডেটা যেন লিক না হয়, কোন দেশের প্রেসিডেন্ট, হোক তিনি রাশিয়ার বা আমেরিকার প্রেসিডেন্ট, তাদের কাছেও যে কোম্পানিটি বিক্রি হয়ে যায় না। খোদ FBI বা NSI কেও পাত্তা দেয় না। তারাই ত রেপুটেড কোম্পানি তাই নয় কি?
ত চলুন তাহলে, দেখে নিই এমন কি কি ভিপিএন কোম্পানি আছে, যারা এত রেপুটেড। আসলে রেপুটেড কি না সেটা বলা মুস্কিল। তবে, তারা বলে তারা রেপুটেড। অনেক মানুষও তাদের কথা বলে।
২। PureVPN
৩। IPVanish
৪। CyberGhost
৬। VyprVPN
৮। StrongVPN
৯। Surfshark
১০। NordVPN
১১। ExpressVPN
১২। TorGuard
১৩। Encrypt.me
১৪। Safer VPN
১৬। Tunnel Bear
আচ্ছা তাহলে আমরা জানতে পারলাম এই ১৬টা খুব ভালো মানের ভিপিএন প্রভাইডার। আসলে এমন ভালো আরোও অনেক আছে মার্কেটে। তবে সবার নাম ত আর নেয়া যায় না। যারা লিস্টের প্রথম তাদের কথাই বললাম।
কোন ভিপিএন এর কতগুলা সার্ভার আছে?
আচ্ছা এবার চলুন জেনে নেই, এদের সার্ভার কতগুলো। একটা প্রক্সি দিয়ে ত আর ভিপিএন হয় না। তাইনা?
১। Norton Secure VPN – 2,000+ servers
২। PureVPN – 2,000+ servers
৩। IPVanish – 1,500+ servers
৪। CyberGhost – 6,600+ servers
৫। Hotspot Shield – 3,200+ servers
৬। VyprVPN – 700+ servers
৭। Private Internet Access – 12,011+ servers
৮। StrongVPN – 950+ servers
৯। Surfshark – 1,700+ servers
১০। NordVPN – 5,465 servers
১১। ExpressVPN – 3,000+ servers
১২। TorGuard – 3,000+ servers
১৩। Encrypt.me – 100+ servers
১৪। Safer VPN – 1,300+ servers
১৫। HMA – 1,100+ servers
১৬। Tunnel Bear – ~1,800 servers
বাহ! ভিপিএন নিয়ে কত্তকিছু জেনে গেলাম একটা আর্টিকেলের মাধ্যমে। আচ্ছা আরেকটি প্রশ্ন ছিল। এরা যে এসব সার্ভিস দিচ্ছে, FBI, NSI কেও বুড়ো আঙুল দেখিয়ে মানুষের নিরাপত্তা দিয়ে যাচ্ছে। এগুলো কি হাজী মোহাম্মদ মহসীনের মত দানবীর? টাকা নেয় না?
উত্তর হলো। এরা ভাই ব্যবসা করে। টাকা দিবা জিনিস নিবা তে এরা বিশ্বাসী। মাগনা এরা দেয় না।
আচ্ছা ভালো কথা। তাহলে একটু দাম গুলাও জেনে নেয়া দরকার কি বলুন?
কোন ভিপিএনের দাম কেমন?
১। Norton Secure VPN – প্রতিমাস দিতে হবেঃ $4.99 | Check Current Price
২। PureVPN – প্রতিমাস দিতে হবেঃ $10.95 | Check Current Price
৩। IPVanish – প্রতিমাস দিতে হবেঃ $11.99 | Check Current Price
৪। CyberGhost – প্রতিমাস দিতে হবেঃ $12.99 | Check Current Price
৫। Hotspot Shield – প্রতিমাস দিতে হবেঃ $12.99 | Check Current Price
৬। VyprVPN – প্রতিমাস দিতে হবেঃ $12.95 | Check Current Price
৭। Private Internet Access – প্রতিমাস দিতে হবেঃ $9.95 | Check Current Price
৮। StrongVPN – প্রতিমাস দিতে হবেঃ $10 | Check Current Price
৯। Surfshark – প্রতিমাস দিতে হবেঃ $12.95 | Check Current Price
১০। NordVPN – প্রতিমাস দিতে হবেঃ $11.95 | Check Current Price
১১। ExpressVPN – প্রতিমাস দিতে হবেঃ $12.95 | Check Current Price
১২। TorGuard – প্রতিমাস দিতে হবেঃ $9.99 | Check Current Price
১৩। Encrypt.me – প্রতিমাস দিতে হবেঃ $12.99 | Check Current Price
১৪। Safer VPN – প্রতিমাস দিতে হবেঃ $12.95 | Check Current Price
১৫। HMA – প্রতিবছর দিতে হবেঃ $59.88 | Check Current Price
১৬। Tunnel Bear – প্রতিমাস দিতে হবেঃ $9.99 | Check Current Price
ফ্রি ভিপিএন ব্যবহার করা কি নিরাপদ?
ইন্টারনেটে বিভিন্ন ফ্রি ভিপিএন পাওয়া যায়। সেগুলো ইউজ করা কতটা যৌক্তিক? ফ্রি গুলো কি রকম সিকিউরিটি দিবে?
অনেকের মনে এই প্রশ্নটা আসা স্বাভাবিক। তবে উত্তরটাও আশা করি বুঝে নিয়েছেন, যেখানে টাকা দিয়ে জিনিস কিনেও রিস্ক থেকে যায়, সেখানে ফ্রি তে কি ভালো কিছু দিবে? বা এরা ফ্রি তে দেয় কিভাবে? এদের কি টাকার দরকার নেই? নাকি এরাই আসল হাজী মোহাম্মদ মহসীন?
ফ্রি ভিপিএন ফ্রি কেন?
আপনি বিশ্বাস করবেন কি না জানিনা। তবে ফ্রি ভিপিএন যারা প্রভাইড করে তারা পেইড ভিপিএন এর চেয়েও তুলনামূলক বেশি টাকা ইনকাম করে।
কিভাবে?
কিভাবে শুনলে চমকে যাবেন। প্রথমত এদের হিউজ ইনকাম আসে, ডেটা সেল করে। এরা ইউজারের ডেটা সেল করে দেয় বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে। অনেক চড়া মূল্যে এসব সেল হয়।
আর দ্বিতীয়ত এরা টাকা ইনকাম করে এড দেখিয়ে।
তবে কিছু ভিপিএন আছে, যারা ডেটা লিক করে না হয়তো, তবে বিভিন্ন ট্রায়াল দেয়, যেমন আপনি ১মাস বা ৭দিন সর্বোচ্চ ইউজ করতে পারবেন, এমন লিমিটেশন দিয়ে দেয়। তবে সেখানেও রিস্ক আছে। ফ্রি তে মাত্র কয়েকটা নির্দিষ্ট আইপি থাকে, যারা ফ্রি পাগল সবাই সে নির্দিষ্ট আইপিগুলোই ইউজ করে। এই পাগলের মাঝে কোন হ্যাকার বসে বসে টানেলে স্নাইফার লাগালো, আর আপনার ডেটা থার্ড পার্টি কেউ দেখে ফেলল, এমন টা হলেও হতে পারে। আবার ফ্রি ভিপিএনের বড় অসুবিধা, নির্দিষ্ট আইপি সবাই ইউজ করে, তাই স্পিড বাবাজী কমে যায়। বাফারিং এর লোডিং আইকনের দিকে ধীর্ঘক্ষণ তাকিয়ে থাকতে হয়। অতিরিক্ত বিজিটর যখন এক প্রক্সিতে থাকবে, তখন অপেক্ষা ছাড়া উপায় নেই।
তাই, এখন বিবেচনা গুরু আপনার।
ভিপিএন কি লগ বা হিস্টোরি সেভ করে রাখে?
এবার আসি একটা ভিন্ন প্রসঙ্গে। ধরুন আপনি এখন Google Chrome ব্যবহার করে এই আর্টিকেল টি পড়ছেন। তারমানে আপনার এই গুগল ক্রোম ব্রাউজারে আমাদের এই প্রবচন ব্লগের কিছু হিস্টোরি ত সেভ থাকবে তাইনা?
আচ্ছা। তাহলে আমরা যে এসব ভিপিএন ব্যবহার করছি, এরাও কি আমাদের ইন্টারনেট ডেটা বা যাকে লগ ফাইল বলি, সেগুলা সেভ রাখে? কারন সেভ রাখলেই আমরা জানি সেগুলো সেল করার সম্ভাবনা থাকে। তাইনা?
আচ্ছা। এখানে মজার ব্যপার হলো, না। প্রবচন ব্লগের “ভিপিএন কি? কিভাবে কাজ করে? ভিপিএন আদ্যোপান্ত” এই আর্টিকেলে আমরা যে ১৬ টি ভিপিএন নিয়ে আলোচনা করলাম, এরা বলছে, এরা কোন ইউজারের লগ ফাইল বা হিস্টোরি সেভ রাখেনা। একটা লিস্ট দেখে নেই চলুন।
ভিপিএন প্রভাইডাররা কি লগ ফাইল সেভ রাখে?
১। Norton Secure VPN – না। রাখে না।
২। PureVPN – না। রাখে না।
৩। IPVanish – না। রাখে না।
৪। CyberGhost – না। রাখে না।
৫। Hotspot Shield – না। রাখে না।
৬। VyprVPN – না। রাখে না।
৭। Private Internet Access – না। রাখে না।
৮। StrongVPN – না। রাখে না।
৯। Surfshark – না। রাখে না।
১০। NordVPN – না। রাখে না।
১১। ExpressVPN – না। রাখে না।
১২। TorGuard – না। রাখে না।
১৩। Encrypt.me – হ্যাঁ। রাখে।
১৪। Safer VPN – না। রাখে না।
১৫। HMA – না। রাখে না।
১৬। Tunnel Bear – না। রাখে না।
দেখা যাচ্ছে আমাদের ১৬টা লিস্টের ১৫জনই লগ ফাইল সেভ রাখেনা। শুধুমাত্র Encrypt.me রাখে। কি করে এরা লগ দিয়ে? সেদিকে আমরা না যাই। আমরা বয়কট ফ্রান্সের মত বয়কট Encrypt.me করতে পারি। তবে সেটা ভিন্ন কথা। আরেকদিন বলব।
আর্টিকেল টি অনেক বড় হয়ে গিয়েছে। তবে আমি চেষ্টা করেছি, যতটা সম্ভব সহজ ভাষায় আপনাদের বুঝাতে। যদি আমার এই ছোট্ট মস্তিস্কের অল্প কিছু লিখনী আপনাদের ভালো লেগে থাকে, আর্টিকেল টি আপনার পরিচিতদের সাথে সেয়ার করবেন। আর আমার লেখা আরোও কিছু আর্টিকেল প্রবচন ব্লগে প্রকাশিত হয়েছে। যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটি। যদি ভালো লাগে পড়ে নিতে পারেন। ধন্যবাদ।
একটি মন্তব্য পোস্ট করুন