প্রবচন ব্লগ টেলিগ্রাম গ্রুপ

সমস্ত নোটস এবং টিউটোরিয়াল পেতে টেলিগ্রাম স্টুডেন্টস কমিউনিটি গ্রুপে জয়েন করুন

এখনই যোগ দিন

প্রবচনে আপনিও লিখুন

নিজের ক্রিয়েটিভিটি লেখার মাধ্যমে ছড়িয়ে দিতে এখনই যোগ দিন

এখনই যোগ দিন

কোষ ও Kosher Gothon Biology MCQ

Kōṣa ō ēra gaṭhana Jībabijñāna - MCQ কোষ ও এর গঠন : জীববিজ্ঞান kos o er goton jibbiggan mcq kosher goton mcq kosh mcq
আজকে আমরা এইচএসসি জীববিজ্ঞান বইয়ের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় কোষ ও এর গঠন থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ MCQ নিয়ে আলোচনা করব। কোষ বা Cell শব্দটির সাথে আমরা সবাই পরিচিত। কেউ যদি জিজ্ঞেস করে পৃথিবীর সবচেয়ে বড় কোষ কোন প্রাণীতে পাওয়া যায়? তখন আমরা বলি উটপাখির ডিম হলো সবচেয়ে বড় কোষ। জীববিজ্ঞানের এই অধ্যায়টি থেকে এরকম বিভিন্ন প্রশ্নোত্তর জানতে আমাদের সম্পূর্ণ ব্লগটি পড়ুন।

Kōṣa ō ēra gaṭhana Jībabijñāna - MCQ
কোষ ও এর গঠন : নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর - জীববিজ্ঞান MCQ

১। নিচের কোন জীবে আদিকোষ থাকে?
(a) ব্রায়োফাইটস
(b) ছত্রাক
(c) শৈবাল
(d) ব্যাকটেরিয়া 
উওরঃ (d) ব্যাকটেরিয়া

২। নিচের কোনটি উদ্ভিদ কোষে থাকে না?
(a) সেন্ট্রোসোম
(b) প্লাস্টিড 
(c) কোষ প্রাচীর 
(d) সঞ্জিত খাদ্য শ্বেতসার
উওরঃ (a) সেন্ট্রোসোম

৩। নিচের কোনটি উদ্ভিদ কোষে অনুপস্থিত? 
(a) ক্লোরোফিল 
(b) কাইটিন
(c) সেলুলোজ 
(d) ফসফোলিপিড
উওরঃ (b) কাইটিন

৪। নিচের কোন উদ্ভিদ কোষে অনুপস্থিত? 
(a) মস
(b) এ্যাগারিকাস
(c) সাইকাস
(d) স্পাইররোগাইরা
উওরঃ (b) এ্যাগারিকাস

৫। নিচের কোন অঙ্গাণুটি কোষের শক্তি উৎপাদনকারী?
(a) গলগি অ্যাপারেটাস 
(b) রাইবোসোম
(c) ক্লোরোপ্লাস্ট
(d) মাইটোকন্ড্রিয়া 
উওরঃ (d) মাইটোকন্ড্রিয়া

৬। কোন প্রক্রিয়ায় RNA হতে DNA তৈরি হয়?
(a) ট্রান্সলেশন 
(b) রিভার্স ট্রান্সক্রিপশন
(c) রেপ্লিকেশন
(d) ট্রান্সক্রিপশন
উত্তরা (b) রিভার্স ট্রান্সক্রিপশন

৭। নিচের কোন অঙ্গানুটি কোষে 'Translation' প্রক্রিয়ার সাথে জড়িত?
(a) mitochondria
(b) |ysosome 
(c)) endoplasmic reticulum 
(d) ribosome
উত্তর: (d) ribostone

৮। কোষ প্রাচীর প্রধানত গঠিত হয় কোনটি দিয়ে? 
(a) keratin
(b) lipoprotein
(c) chitin
(d) cellulose
উত্তর: (d) cellulose

৯। উদ্ভিদকোষের সাইটোপ্লাজমে সর্ববৃহৎ অঙ্গটির নাম কী? 
(a) Ribosome
(b) Mitochondria
(c) Lysosome
(d) Chloroplast
উত্তর: (d) Chloroplast

১০। প্রােটিন সঞ্চয়কারী লিউকোপ্লাস্টকে বলে- 
(a) ক্রোমোপ্লাস্ট
(b) ক্লোরােপ্লাস্ট
(c) ইলায়োপ্লাস্ট
(d)অ্যালিউরােপ্লাস্ট
উত্তর: (d) অ্যালিউরােপ্লাস্ট

১১। মিউন কী?
(a) জিন প্রকাশের একক
(b) জিন কার্যের একক
(c) জিন রিকম্বিনেশনের একক
(d) জিন মিউটেশনের একক
উত্তরঃ (d) জিন মিউটেশনের একক

১২। নীচের কোন অঙ্গের কোষে মাইটোকন্ড্রিয়ার উপস্থিতি বেশি থাকে?
(a) ত্বক
(b) যকৃত
(c) পাকস্থলী 
(d) চোখ
উওরঃ (b) যকৃত

১৩। নীচের কোনটি ক্রোমোজমের সংখ্যা সঠিক নয়?
(a) ধান-22
(b) মানুষ-46
(c) গিনিপিগ-64
(d) গৃহমাছি-12
উওরঃ (a) ধান-22

১৪। কোন বিজ্ঞানী ডাঞ্জিদের মাইন্সেটিউবিউলস আবিষ্কার করেন?
(a) প্যালাডে
(b) ভ্যান বেনডেন
(c) পোর্টার
(d) রবার্টিস ও ফ্রানসি
উওরঃ (d) রবার্টিস ও ফ্রানসি

১৫। স্বপ্রজননক্ষম অঙ্গাণু সেন্ট্রিওল কোথায় পাওয়া যায়?
(a) ডায়াটম 
(b) টেরিডোফাইট
(c) ঈস্ট
(d) অ্যানজিওস্পার্ম
উওরঃ (b) টেরিডোফাইট

১৬। কোনটি গলজি বডির সমার্থক নয়?
(a) ডিকটিওসোম
(b) ইডিওসোম 
(c) লিপোকন্ড্রিয়া
(d) ক্যামিলো গলজি
উওরঃ (d) ক্যামিলো গলজি

১৭। প্লাস্টিড/বর্ণধার নেই কোন উদ্ভিদে?
(a) স্পাইরোগাইরা 
(b) মস
(c) শৈবাল
(d) ছত্রাক
উওরঃ (d) ছত্রাক

১৮। জীন এর ক্ষেত্রে কোনটি সঠিক নয়?
(a) ক্রোমোজমের একক
(b) বংশগতির ধারাক ও বাহক
(c) আত্ম প্রজননে অক্ষম
(d) DNA দ্বারা গঠিত 
উওরঃ (c) আত্ম প্রজননে অক্ষম

১৯। এডেনিন থাইমিনের সঙ্গে যুক্ত হয়-
(a) সুগারের সাহায্যে 
(b) তিনটি হাইড্রোজেন বন্ডের মাধ্যমে 
(c) দুইটি হাইড্রোজেন বন্ডের মাধ্যমে 
(d) ফসফেট বন্ডের সাহায্যে
উওরঃ (c) দুইটি হাইড্রোজেন বন্ডের মাধ্যমে 

২০। নিম্নের কোন উক্তিটি ইউক্যারিয়টিক (সুকেন্দ্রিক) কোষের নিউক্লিয়াসের বেলায় প্রযোজ্য নয়?
(a) কোষের সকল প্রকার কার্য নিয়ন্ত্রণ করে।
(b) ইহা কোষস্থ সাইটোপ্লাজমের একটি বিশেষ অংশ। 
(c) একাধিক ক্রোমোসোম থাকে।
(d) ইহা ঝিল্লি দ্বারা আবৃত।
উওরঃ (b) ইহা কোষস্থ সাইটোপ্লাজমের একটি বিশেষ অংশ। 

২১। কোনটি গলজি বডির কাজ?
(a) ATP তৈরি
(b) স্নেহ বিপাকে অংশগ্রহণ 
(c) কোষের নিজস্ব আয়নিক সমতা নিয়ন্ত্রণ 
(d) কোষীয় নিঃসরণ নিয়ন্ত্রণ 
উওরঃ (d) কোষীয় নিঃসরণ নিয়ন্ত্রণ

২২। উদ্ভিদকোষে নিম্নের কোনটি অনুপস্থিত? 
(a) কার্বোহাইড্রেট 
(b) প্রোটিন 
(c) কাইটিন
(d) লিপিড 
উওরঃ (c) কাইটিন

২৩। নিউক্লিওলাসে নিম্নের কোন খনিজ লবণ   বিদ্যমান?
(a) পটাশিয়াম 
(b) ক্যালসিয়াম 
(c) রুপা 
(d) টাইটানিয়াম 
উওরঃ (a) পটাশিয়াম

২৪। নিচের কোনটি লাইসোসোম তৈরি করে?
(a) গলগি বডি
(b) মাইটোকন্ড্রিয়া 
(c) সেন্ট্রিওল
(d) সাইটোপ্লাজম 
উওরঃ (a) গলগি বডি

২৫। নিম্নের কোন তথ্যটি সঠিক নয়?
(a) DNA হচ্ছে ক্রোমোসোমের একমাত্র স্থায়ী রাসায়নিক পদার্থ। 
(b) RNA শুধুমাত্র নিউক্লিয়াস থাকে।
(c) প্রতি সেকেন্ডে ১ হাজারের বেশি শুক্রানু তৈরি হয়। 
(d) একটি জনন মাতৃকোষ থেকে একটি সক্রিয় ডিম্বাণু তৈরি হয়।
উওরঃ (b) RNA শুধুমাত্র নিউক্লিয়াস থাকে।

২৬। যেটি আমিষ সংশ্লেষণ ও স্নেহজাতীয় পদার্থের বিপাক সাধন করে-
(a) মাইটোকন্ড্রিয়া 
(b) এন্ডোপ্লাজমিক রেটিকুলাম 
(c) গলজি বডি
(d) রাইবোজোম 
উওরঃ (d) রাইবোজোম

২৭। নিচের কোন তথ্যটি প্লাজমা মেমব্রেনের জন্য সঠিক নয়?
(a) খাদ্য মধ্যস্থশক্তি নির্গত করা।
(b) এনজাইম ও অ্যান্টিজেন ক্ষরণ করা।
(c) প্লাজমা মেমব্রেনের আধুনিকতম ও সর্বজন গ্রাহ্য গঠনের মডেলের নাম ফ্লুইড মোজাইক মডেল।
(d) বিভিন্ন কোষ অঙ্গাণু যেমন-মাইটোকন্ড্রিয়া, গলগি বডি, নিউক্লিয়ার মেমব্রেন ইত্যাদি সৃষ্টতে সহায়তা করা। 
উওরঃ (a) খাদ্য মধ্যস্থশক্তি নির্গত করা।

২৮। নিউক্লিয়াস আবিষ্কার করেন যিনি-
(a) রবার্ট ব্রাউন, ১৮৩১ সালে
(b) গলগি, ১৮৯৮ সালে 
(c) বেন্ডা, ১৮৯৮ সালে
(d) পোর্টার, ১৯৪৫ সালে
উওরঃ (a) রবার্ট ব্রাউন, ১৮৩১ সালে

২৯। ফ্লুইড-মোজাইক মডেল অনুযায়ী সেল মেমব্রেনের গাঠনিক উপাদান নয় কোনটি? 
(a) স্টার্চ
(b) কোলেস্টেরল 
(c) লিপিড বাইলেয়ার 
(d) মেমব্রেন প্রোটিন 
উওরঃ (a) স্টার্চ

৩০। একটি মনোনিউক্লিওটাইডের দৈর্ঘ-
(a) 34 A°
(b) 10 A°
(c) 3.4 A°
(d) 0.34 A°
উওরঃ (c) 3.4 A°

৩১। DNA এর দ্বিসূত্রক মডেল আবিষ্কারের কৃতিত্বের জন্যে নোবেল পুরষ্কার লাভ করেন-
(a) জগদীশ চন্দ্র বসু
(b) ওয়াটসন ও ক্রিক
(c) আলেকজান্ডার ফ্লেমিং 
(d) লিনিয়াস 
উওরঃ (b) ওয়াটসন ও ক্রিক

৩২। DNA অণুর গঠনের আবিষ্কারক-
(a) ওয়াটসন ও ক্রিক
(b) থিওডোর সোয়ান
(c) ইউলিয়াম হার্ভে 
(d) রবার্ট হুক
উওরঃ (a) ওয়াটসন ও ক্রিক

৩৩। সব জীবের ক্ষেত্রেই DNA কয়টি রাসায়নিক ক্ষার নিয়ে গঠিত? 
(a) তিনটি 
(b) পাঁচটি
(c) চারটি 
(d) দুইটি 
উওরঃ (c) চারটি

৩৪। রাইবোনিউক্লিক এসিডের ক্ষারগুলো হল-
(a) সাইটোসিন, ইউরাসিল, থাইমিন, গুয়ানিন
(b) এডেনিন, গুয়ানিন, থাইমিন, ইউরাসিল
(c) গুয়ানিন, সাইটোসিন, থাইমিন, ইউরাসিল
(d) এডেনিন, গুয়ানিন, সাইটোসিন, ইউরাসিল
উওরঃ (d) এডেনিন, গুয়ানিন, সাইটোসিন, ইউরাসিল

৩৫। যেটি প্রোক্যারিওটিক কোষের বৈশিষ্ট্যের মধ্যে পড়বে না-
(a) মাইটোটিক পদ্ধতিতে দেহ কোষ বিভাজিত হয়, মাকুযন্ত্র গঠিত হয়।
(b) সালোকসংশ্লেষণের জন্য সুগঠিত প্লাস্টিড নেই।
(c) গঠন অত্যন্ত সরল। 
(d) নিউক্লিয়াস সুনির্দিষ্ট, DNA অণু থাকলেও নিউক্লিয় পর্দা ও নিউক্লিওলাস অনুপস্থিত। 
উওরঃ (a) মাইটোটিক পদ্ধতিতে দেহ কোষ বিভাজিত হয়, মাকুযন্ত্র গঠিত হয়।

৩৬। ক্লোরোপ্লাস্টে যে সকল রঞ্জক কণিকা বিদ্যমান-
(a) ক্যারোটিন
(b) ক্লোরোফিল 
(c) জ্যান্থোফিল
(d) উপরের সবকটি
উওরঃ (d) উপরের সবকটি

৩৭। DNA তে যে নাইট্রোজেনযুক্ত ক্ষারটি বিদ্যমান থাকে-
(a) মেথিওনিন
(b) সাইটোসিন 
(c) হিসটিডিন
(d) আরজিনিন
উওরঃ (b) সাইটোসিন

৩৮। লাইসোসোম এর কাজ হল-
(a) কোষ বিভাজনের সময় মেরু নির্দেশ করা
(b) কোষ রস ধারণ করা
(c) প্রোটিন সংশ্লেষণ 
(d) আক্রমণকারী জীবাণু ভক্ষণ 
উওরঃ (d) আক্রমণকারী জীবাণু ভক্ষণ

৩৯। কোনটিতে প্লাস্টিড নেই?
(a) ছত্রাক
(b) ব্যাকটেরিয়া 
(c) নীলাভ সবুজ শৈবাল
(d) কোনটিই নয়
উওরঃ (d) কোনটিই নয়

৪০। কোনটি আদি কোষ?
(a) ভাইরাস 
(b) অ্যামিবা 
(c) গ্যামেটোফাইট
(d) ব্যাকটেরিয়া/নীলাভ সবুজ শৈবাল
উওরঃ (d) ব্যাকটেরিয়া/নীলাভ সবুজ শৈবাল

৪১। উদ্ভিদ কোষে থাকে না-
(a) প্লাস্টিড
(b) কোষ প্রাচীর 
(c) সেন্ট্রোসোম
(d) শ্বেতসার
উওরঃ (c) সেন্ট্রোসোম

৪২৷ নিম্নের কোন অংশ কোষ বিভাজনে অংশ নেয়?
(a) মাইটোকন্ড্রিয়া 
(b) সেন্ট্রিওল
(c) গলগি বস্তু
(d) নিউক্লিয়ার ঝিল্লী 
উওরঃ (b) সেন্ট্রিওল

৪৩। জ্যান্থোফিলের বর্ণ কী?
(a) সবুজ 
(b) লাল
(c) কমলা
(d) হলুদ 
উওরঃ (d) হলুদ

৪৪। ক্রোমোসোমের প্রধান উপাদান হলো-
(a) চর্বি ও ডি.এন.এ
(b) আমিষ ও ডি.এন.এ
(c) আমিষ ও শর্করা 
(d) আমিষ ও চর্বি 
উওরঃ (b) আমিষ ও ডি.এন.এ

৪৫। রাসায়নিকভাবে ক্রোমোজমের উপাদান নয় নিম্নের কোনটি? 
(a) DNA 
(b) RNA
(c) হিস্টোন
(d) K+
উওরঃ (d) K+

৪৬। কোনটি প্রানীকোষের বেলায় প্রযোজ্য নয়?
(a) প্লাস্টিড থাকে না 
(b) রাইবোজোম আছে 
(c) কোষে স্টার্চ নেই
(d) কোন কোন কোষে সালোকসংশ্লেষণ ঘটে।
উওরঃ (d) কোন কোন কোষে সালোকসংশ্লেষণ ঘটে। 

৪৭। মানুষের স্নায়ুকোষ এর দৈর্ঘ কত পর্যন্ত হতে পারে?
(a) ১.৩৭ মি.
(b) ১.৫ মি.
(c) ১২.৫ সে.মি.
(d) ১৭ সে.মি.
উওরঃ (a) ১.৩৭ মি.

৪৮। Fluid-mosaic model অনুসারে কোষ ঝিল্লিতে কয় ধরনের প্রোটিন সনাক্ত করা হয়েছে? 
(a) ২
(b) ৩
(c) ৪
(d) ৫
উওরঃ (b) ৩

৪৯। কোষঝিল্লির মোট শুষ্ক ওজনের কতভাগ লিপিড? 
(a) ৫৫ ভাগ
(b) ৭৫ ভাগ
(c) ৬৫ ভাগ
(d) ৮৫ ভাগ
উওরঃ (b) ৭৫ ভাগ

৫০। উদ্ভিদকোষের লাইসোসোমকে বলে-
(a) Ribosome
(b) Oleosome
(c) Dictyosome
(d) Microsome
উওরঃ (b) Oleosome