নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ - Biology MCQ
নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ nognobiji udvid ki abritobiji udvid ki cycas ki angiosperm ki poaceae ki joba ful malvaceae ki pam fern ki
এইএইচএসসি(HSC) পরীক্ষার্থীদের জন্য উদ্ভিদবিজ্ঞানের ৭ম অধ্যায় নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ MCQ নিয়ে আজ আমরা আলোচনা করব। এই অধ্যায় সম্পর্কে আরো ভালো করে প্রস্তুতি নিতে আমাদের দেওয়া নিচের লিংকে ক্লিক করুনঃ
আবৃতবীজী উদ্ভিদ (Angiosperm) আর্টিকেলটি পড়তে এখানে ক্লিক করুন
১। নিচের কোন উদ্ভিদে মিথােজীবিতা লক্ষ করা যায়?
Nicher kun udvide mithojibita lokho kora jay?
(ক) Hibiscus rosa-sinesis
(খ) Oryza sativa
(গ) Cycas pectinata
(ঘ) Riccia discolor
উত্তরঃ (গ) Cycas pectinata
২। পাম ফার্ন বলা হয় নিচের কোন উদ্ভিদটিকে?
Pam fern bola hoy nicher kun udvidtike?
(ক) Thuja
(খ) Pteris
(গ) Gnetum
(ঘ) Cycas
উত্তরঃ (ঘ) Cycas
৩। নিম্নের কোনটি Cycas-এর বৈশিষ্ট্য?
Nimner kunti cycas er boishisto?
(ক) সমরেণুপ্রসূতা
(খ) ট্রিপ্লয়েড সস্য
(গ) যৌগিকপত্র
(ঘ) গ্যামিটোফাইটিক
উত্তরঃ (গ) যৌগিকপত্র
৪। নিচের কোন উদ্ভিদের ফুল হয় তবে ফল হয় না?
Nicher kun udvider ful hoy tobe fol hoy na?
(ক) Ulothrix sp.
(খ) Riccia sp.
(গ) Pteris sp.
(ঘ) Cycas sp.
উত্তরঃ (ঘ) Cycas sp
৫। নগ্নবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য নিম্নের কোনটি?
Nognobiji udvider boishisto nimner kunti?
i. দ্বিনিষেক হয়
ii. আর্কিগােনিয়া সৃষ্টি হয়
iii. অসম প্রকৃতির জনুঃক্রম বিদ্যমান
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
উত্তরঃ (গ) ii ও iii
৬। Cycas-এর মূলে —
Cycas er mule-
i. অসংখ্য শাখা থাকে
ii. Nostoc বাস করে
iii. এর আকৃতি সামুদ্রিক প্রবালের মতাে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
উত্তরঃ (ঘ) i, ii ও iii
৭। Cycas এ প্রধান মূল নষ্ট হওয়ার ফলে—
Cycas e prodhan mul nosto howar fole-
i. অস্থানিক মূল সৃষ্টি হয়
ii. মূল সায়ানােব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়
iii. অস্থানিক মূল কোরালয়েড মূলে পরিবর্তিত হয়
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
উত্তরঃ (ঘ) i, ii ও iii
৮। Cycas -এর শুক্রাণুর আকৃতি নিম্নের কোনটি?
Cycas er shukranur akrity nimner kunti?
(ক) বেলনাকার
(খ) লাটিমাকৃতির
(গ) মােচাকৃতির
(ঘ) পেয়ালাকৃতির
উত্তরঃ (গ) মােচাকৃতির
৯। Cycas-এ অযৌন জনন কীসের মাধ্যমে হয়?
Cycas e ojowno jonon kiser maddome hoy?
(ক) মুকুল
(খ) কোরালয়েড মূল
(গ) মাইক্রোস্পাের
(ঘ) ডিম্বক
উত্তরঃ (ক) মুকুল
১০। Cycas -এর মাইক্রোস্পােরােফিলের নিম্নতলে কী সৃষ্টি হয়?
Cycas er microsporophyl er nimnotole ki sristy hoy?
(ক) স্পােরাঞ্জিয়া
(খ) মাইক্রোস্পাের
(গ) স্পাের
(ঘ) স্ট্রোবিলাস
উত্তরঃ (ক) স্পােরাঞ্জিয়া
১১। Cycas-এর ম্পােরাঞ্জিয়া একত্রিত হয়ে কী গঠন করে?
Cycas er sporangiya ekotrito hoye ki gothon kore?
(ক) স্পাের
(খ) স্ট্রোবিলাস
(গ) সােরাস
(ঘ) মেগাম্পাের
উত্তরঃ (গ) সােরাস
১২। Cycas-এর স্ত্রী লিঙ্গধরের প্রথম কোষ কোনটি?
Cycas er stry lingodhorer prothom kush kunti?
(ক) গর্ভাশয়
(খ) স্ত্রীরেণু
(গ) গর্ভমুন্ড
(ঘ) গর্ভদণ্ড
উত্তরঃ (খ) স্ত্রীরেণু
১৩। কোন প্রজাতির Cycas-এর কচি পাতা সবজি হিসেবে খাওয়া হয়?
Kun projatir cycas er kochi pata sobji hishebe khawa hoy?
(ক) C. rumphii
(খ) C. pectinata
(গ) C. revoluta
(ঘ) C. circinalis
উত্তরঃ (খ) C. pectinata
১৪। Cycas উদ্ভিদের ক্ষেত্রে-
Cycas udvider khetre-
i. পুং ও স্ত্রী রেণুপত্র পৃথক উদ্ভিদে জন্মায়
ii. পুং রেণুপত্র স্ট্রোবিলাস তৈরি করে
ii. স্ত্রী রেণুপত্র আকারে ছােট
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
উত্তরঃ (ক) i ও ii
১৫। Cycas-এর মাইক্রোস্পােরােফিল–
Cycas er micro sporophyl-
i. কাষ্ঠল প্রকৃতির
ii, ২-৩ সে.মি. লম্বা
iii. কাষ্ঠল প্রকৃতির
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
উত্তরঃ (খ) i ও iii
১৬। বাংলাদেশে আবৃতবীজী উদ্ভিদের সংখ্যা কত?
Bangladesh e abritobiji udvider songkha koto?
(ক) ৩,০০০
(খ) ৪,০০০
(গ) ৪০,০০০
(ঘ) ৪৫,০০০
উত্তরঃ (খ) ৪,০০০
১৭। নিচের কোনটি আবৃতবীজী উদ্ভিদের ক্ষেত্রে ট্রিপ্লয়েড হয়?
Nicher kunti abritobiji udvider khetre triployed hoy?
(ক) শুক্রাণু
(খ) জাইগােট
(গ) ডিম্বাণু
(ঘ) সস্য
উত্তরঃ (ঘ) সস্য
১৮। বাংলাদেশে প্রাপ্ত আবৃতবীজী উদ্ভিদের গােত্রের সংখ্যা কত?
Bangladesh prapto abritobiji udvider gotrer songkha koto?
(ক) ১০০
(খ) ১৫০
(গ) ২০০
(ঘ) ২৫০
উত্তরঃ (গ) ২০০
১৯। বহুশিরা বিশিষ্ট সমান্তরাল শিরাবিন্যাস কোন উদ্ভিদে পাওয়া যায়?
bohushira bisishto somantoral shirabinnas kun udvide pawa jay?
(ক) কলা
(খ) কলাবতী
(গ) তাল
(ঘ) ধান
উত্তরঃ (গ) তাল
২০। স্পাইক পুষ্পমঞ্জরী পাওয়া যায় কোন উদ্ভিদে?
Spike pushpo monjuri pawa jay kun udvide?
(ক) কালকাসুন্দা
(খ) ধান
(গ) সরিষা
(ঘ) রজনীগন্ধা
উত্তরঃ (ঘ) রজনীগন্ধা
২১। কোনটি স্পাইকলেট পুষ্পবিন্যাসের উদাহরণ?
Kunti spikelate pushpobinnas er udahoron?
(ক) সরিষা
(খ) ধনিয়া
(গ) মুক্তাঝুরি
(ঘ) গম
উত্তরঃ (ঘ) গম
২২। সম্পূর্ণ পুষ্পে স্তবকের সংখ্যা কত?
Sompurno Puspe stoboker sonkha koto?
(ক) ২
(খ) ৩
(গ) ৪
(ঘ) ৫
উত্তরঃ (গ) ৪
২৩। প্রধানমূল কোন উদ্ভিদে পাওয়া যায়?
Prodhanmul kon udvide pawa jay?
(ক) কাঁঠাল
(খ) নারিলেল
(গ) তাল
(ঘ) বাঁশ
উত্তরঃ (ক) কাঁঠাল
২৪। কোন উদ্ভিদের পাতা যৌগিক?
Kon udvuder pata jougik?
(ক) সজিনা
(খ) আম
(গ) জবা
(ঘ) জাম
উত্তরঃ (ক) সজিনা
২৫। ক্যালিক্সের প্রত্যেকটি সদস্যকে কী বলে?
Calyxer prottekti sodossoke ki bole?
(ক) সেপাল
(খ) পেটাল
(গ) টেপাল
(ঘ) এপিক্যালিক্স
উত্তরঃ (ক) সেপাল
২৬। Poaceae গোত্রের স্পাইকলেটে কতটি ব্রাক্ট থাকে?
Poacea gutrer spikelate e kototi bract thake?
(ক) ২
(খ) ৩
(গ) ৪
(ঘ) ৫
উত্তরঃ (ক) ২
২৭। Poceae গােত্রের ক্ষেত্রে সম্পাইকলেটের উপরের bract টি কী নামে পরিচিত?
Poacea gutre khtre spikelate er uporer bract ti ki name porichito?
(ক) লেমা
(খ) শূন্য গুম
(গ) সীথ
(ঘ) প্যালিয়া
উত্তরঃ (ঘ) প্যালিয়া
২৮। Poceae গােত্রের যে উদ্ভিদ থেকে আমাদের প্রধান খাদ্য উৎপাদিত হয় তার পুষ্পে পুষ্পপুটের সদস্য সংখ্যা কত?
Poacea gutrer je udvid theke amader pprodhan khaddo utpadito hoy tar puspe pushpe pushpoputer sodosso songkha koto?
(ক) ৩টি
(খ) ৪টি
(গ) ৫টি
(ঘ) ২টি
উত্তরঃ (ঘ) ২টি
২৯। Zea mays এর পুষ্পে কতটি পুংকেশর বিদ্যমান?
Zea mays er puspe kototi pungkeshor biddoman?
(ক) ৩টি
(খ) ৪টি
(গ) ৫টি
(ঘ) ২টি
উত্তরঃ (ক) ৩টি
৩০। কোন উদ্ভিদের পুষ্পে পালকের ন্যায় গর্ভমুণ্ড পাওয়া যায়?
Kun udvider pushpe paloker ney gorvomunde pawa jay?
(ক) Phragmites karka
(খ) Abelmoschus esculentus
(গ) Hibiscus rosa-sinensis
(ঘ) Gossypium herbaceum
উত্তরঃ (ক) Phragmites karka
৩১। বাণিজ্যিকভাবে হরলিক্স, কর্ণফ্লেক্স জাতীয় খাদ্য তৈরিতে কোনটি ব্যবহৃত হয়?
Banijjikvabe horlix, kornoflex jatiyo khaddo towrite kunti beborito hoy?
(ক) গম
(খ) ভুট্টা
(গ) জোয়ার
(ঘ) যব
উত্তরঃ (ঘ) যব
৩২। Poaceae গােত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য
Poaceae gutrer shonaktokari boishisto
i. পুষ্পমঞ্জরী পাইকলেট
ii. ফল ক্যারিওপসিস
iii. ফুল পেন্টামেরাস
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
উত্তরঃ (ক) i ও ii
৩৩। দূর্বাঘাস ব্যবহৃত হয় -
Durbagash beborito hoy-
i. রক্তপাত বন্ধ করতে
ii. ক্ষত নিরাময়ে
iii. চর্মরোগে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
উত্তরঃ (ক) i ও ii
৩৪। জবার অমরাবিন্যাস নিম্নের কোনটি?
Jobar omorabinnas nimner kunti?
(ক) অক্ষীয়
(খ) বহুপ্রান্তীয়
(গ) গাত্রীয়
(ঘ) শীর্ষদেশীয়
উত্তরঃ (ক) অক্ষীয়
৩৫। Malvaceae গােত্রের ফুলের পাপড়ির বিন্যাস করূপ?
Malvaceae gytrer fuler paprir binnas kirup?
(ক) ইমব্রিকেট
(খ) ভ্যাক্সিলারি
(গ) টুইস্টেড
(ঘ) কুইনকানসিয়াল
উত্তরঃ (গ) টুইস্টেড
৩৬। Malvaceae গােত্রের ফুলে নিচের কোন ধরনের অমরাবিন্যাস দেখা যায়?
Malvaceae gutrer fule nicher kun dhoroner omorabinnas dekha jay?
(ক) বহুপ্রান্তীয়
(খ) প্রান্তীয়
(গ) অক্ষীয়
(ঘ) মূলীয়
উত্তরঃ (গ) অক্ষীয়
৩৭। Malvaceae গােত্রের ফল নিচের কোন ধরনের?
Malvaceae gutrer fol nicher kun dhoroner?
(ক) লিগুম
(খ) ফলিকল
(গ) ক্যাপসুল
(ঘ) ক্যারিওপসিস
উত্তরঃ (গ) ক্যাপসুল
৩৮। অর্শ্ব ও রক্ত আমাশয় রােগে কোনটি উপকারী?
Orsho o rokto amashoy ruge kunti upokari?
(ক) গম
(খ) জবা
(গ) ঢেঁড়স
(ঘ) ধুতুরা
উত্তরঃ (খ) জবা
৩৯। শারীরিক দূর্বলতা ও বহুমূত্র রােগ দূর করতে কোনটি ব্যবহৃত হয়?
Sharirik durbolota o bohumutro rug dur korte kunti beborito hoy?
(ক) শিম
(খ) জবা
(গ) ঢেঁড়স
(ঘ) নয়নতারা
উত্তরঃ (গ) ঢেঁড়স
৪০। কার্পাস তুলার বৈজ্ঞানিক নাম নিম্নের কী?
Carpus tular boigganik name nimner ki?
(ক) Hordeum vulgare
(খ) Phragmites karka
(গ) Gossypium herbaceum
(ঘ) Hibiscus cannabinus
উত্তরঃ (গ) Gossypium herbaceum
৪১। ঢেঁড়সে নিম্নের কোন উপাদানটি থাকে?
Dherose nimner kun upadanti thake?
(ক) ফসফরাস
(খ) পটাস
(গ) লৌহ
(ঘ) ম্যাগনেসিয়াম
উত্তরঃ (গ) লৌহ
৪২। ঢেঁড়সের বৈজ্ঞানিক নাম নিম্নের কী?
Dheroser boigganik name nimner ki?
(ক) Gossypium herbaceum
(খ) Abelmoschus esculentus
(গ) Oryza sativa
(ঘ) Phyragmites karka
উত্তরঃ (খ) Abelmoschus esculentus
৪৩। Malvaceae গােত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য হলাে -
Malvaceae gutrer shonaktokari boishisto holo-
i. মুক্তপার্শীয় উপপত্র থাকে
ii. পাপড়ির বিন্যাস টুইস্টেড
ii. পরাগরেণু ছোট ও মসৃণ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
উত্তরঃ (ক) i ও ii
৪৪। নিচের কোনটিতে ইমব্রিকেট পুষ্পবিন্যাস থাকে?
Nicher kuntite embrycate puspobinnas thake?
(ক) Cassia sophera
(খ) Brassica napus
(গ) Lablab purpureus
(ঘ) Pisum sativum
উত্তরঃ (ক) Cassia sophera
৪৫। জবা ফুলের দলমন্ডলের পূষ্পপত্রবিন্যাস নিম্নের কোনটি?
Joba fuler dolomondoler puspobinnas nimner kunti?
(ক) ভালভেট
(খ) টুইস্টেড
(গ) ইমব্রিকেট
(ঘ) ভ্যাক্সিলারি
উত্তরঃ (খ) টুইস্টেড
৪৬। উপর থেকে নিচে বহু কপাটে বিদীর্ণ ফলকে কী বলে?
Upor theke niche bohu kopate bidirno folke ki bole?
(ক) লিগিউম
(খ) সিলিকুয়া
(গ) ক্যারিঅপসিস
(ঘ) ক্যাপসিউল
উত্তরঃ (ঘ) ক্যাপসিউল
৪৭। সূর্যমুখী ফুলের অমরাবিন্যাস হল,
Surjomukhi fuler omorabinnas holo
(ক) অক্ষীয়
(খ) প্রান্তীয়
(গ) গাত্রীয়
(ঘ) মূলীয়
উত্তরঃ (ঘ) মূলীয়
৪৮। নিচের কোন উদ্ভিদের অমরাবিন্যাস একপ্রান্তীয়?
Nicher kun udvider omorabinnas ekprantiyo?
(ক) শশা
(খ) ধনিয়া
(গ) জবা
(ঘ) শিম
উত্তরঃ (ঘ) শিম
৪৯। জাতীয় ফলের গােত্রের নাম-
Jatiyo foler gutrer name-
(ক) Anacardiaceae
(খ) Moraceae
(গ) Meliaceae
(ঘ) Solanaceae
উত্তরঃ (খ) Moraceae
৫০। মুগডাল কোন গােত্রের উদ্ভিদ?
Mugdal kun gutrer udvid?
(ক) Poaceae
(খ) Fabaceae
(গ) Solanaceae
(ঘ) Asteraceae
উত্তরঃ (খ) Fabaceae
একটি মন্তব্য পোস্ট করুন