প্রবচন ব্লগ টেলিগ্রাম গ্রুপ

সমস্ত নোটস এবং টিউটোরিয়াল পেতে টেলিগ্রাম স্টুডেন্টস কমিউনিটি গ্রুপে জয়েন করুন

এখনই যোগ দিন

প্রবচনে আপনিও লিখুন

নিজের ক্রিয়েটিভিটি লেখার মাধ্যমে ছড়িয়ে দিতে এখনই যোগ দিন

এখনই যোগ দিন

শৈবাল ও ছত্রাক - অনুধাবনমূলক প্রশ্নোত্তর

shoibal chotrak শৈবাল ও ছত্রাক অনুধাবনমূলক প্রশ্নোত্তর

আমরা আমাদের বাড়ির আশেপাশে প্রচুর পরিমানে শৈবাল ও ছত্রাকের উপস্থিতি দেখতে পাই। শৈবাল ও ছত্রাক অধ্যায়টি এইচএসসি স্টুডেন্টদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এই অধ্যায়টি থেকে প্রত্যেক বছরই প্রশ্ন আসে। এই আর্টিকেলে বিভিন্ন বোর্ড পরীক্ষাতে আসা কয়েকটি গুরুত্বপূর্ণ অনুধাবনমূলক প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব।

বিস্তারিত বুঝার জন্য নিচের ভিডিওটি দেখুন

১। ওয়াটার ব্লুম বলতে কী বোঝ?

উত্তরঃ পুকুর বা জলাধারে পুষ্টির পরিমাণ বেড়ে গেলে কিছু নীলাভ সবুজ শৈবালের সংখ্যা অতিমাত্রায় বৃদ্ধি পায়, যাকে ওয়াটার ব্লুম বলে। এতে জলাধারের পানি দূষিত হওয়ায় খাবার ও ব্যবহারের অনুপযােগী হয়। ফলে জলাধারের মাছ মরে যায়। Nostoc, Mycocystis এ ধরনের শৈবাল।

২। আইসােগ্যামি বলতে কী বোঝ?

উত্তরঃ বাহ্যিক আকার-আকৃতি ও প্রকৃতিগত সাদৃশ্যপূর্ণ দুটি গ্যামিটের মিলনকে আইসােগ্যামি বলে। এই ধরনের গ্যামিট একই থ্যালাসে অথবা ভিন্ন ভিন্ন থ্যালাসে উৎপন্ন হতে পারে। কখনও কখনও ফিলামেন্টবিশিষ্ট শৈবালের একই ফিলামেন্টের ভিন্ন ভিন্ন কোষে এগুলাে উৎপন্ন হয়। যেমন- Ulothrix

৩। অমরা বিন্যাস বলতে কী বোঝ?

উত্তরঃ গর্ভাশয়ের অভ্যন্তরে যে টিস্যু থেকে ডিম্বক সৃষ্টি হয় সে টিস্যুকে অমরা বলে । গর্ভাশয়ের ভেতরে অমরার বিন্যাস পদ্ধতিকে বলা হয় অমরা বিন্যাস। অমরাবিন্যাস বিভিন্ন ধরনের হতে পারে। যেমন: অক্ষীয়, বহু প্রান্তীয় মূলীয় ইত্যাদি।

৪। কোরালয়েড মূল বলতে কী বোঝ? 

বিস্তারিত বুঝার জন্য নিচের ভিডিওটি দেখুন

উত্তরঃ সামুদ্রিক কোরালের ন্যায় গঠনবিশিষ্ট Cycas-এর মূলকে বলা হয় কোরালয়েড মূল। Cycas- এর প্রধান মূল নষ্ট হয়ে দ্ব্যাগ্র শাখাবিশিষ্ট অস্থানিক মূল তৈরি হয়। পরে যা ব্যাকটেরিয়া এবং NostocAnabaena জাতীয় সায়ানােব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়। ফলে এ মূলগুলাে সরু না হয়ে সামুদ্রিক কোরালাের মতাে আকৃতি ধারণ করে। Cycas-এর এ ধরনের মূলকে তখন বলা হয় কোরালয়েড মূল।

৫। শৈবাল কেন স্বনির্ভর- ব্যাখ্যা করো।

উত্তরঃ শৈবাল সালােকসংশ্লেষণকারী স্বভােজী, অভাস্কুলার, অপুষ্পক উদ্ভিদ। শৈবাল আলােক শক্তিকে রাসায়নিক স্থির শক্তিতে রূপান্তর করে। অর্থাৎ, খাদ্য তৈরি করতে পারে। এদের কোষে ক্লোরােফিল বা ক্লোরােফিল সমন্বিত বিভিন্ন বর্ণকণিকা বিদ্যমান। শৈবাল অন্য জীবের উপর নির্ভর করে না, নিজেদের খাদ্য নিজেরা তৈরি করে বলে শৈবাল স্বনির্ভর।

৬। অক্সিডেটিভ ফসফোরাইলেশন বলতে কী বোঝ?

উত্তরঃ ইলেকট্রন ট্রান্সপাের্ট সিস্টেমে Adenosine Triphosphate (ATP) তৈরির প্রক্রিয়াকে অক্সিডেটিভ ফসফোরাইলেশন বলা হয়। এ প্রক্রিয়াতে কতগুলাে ইলেকট্রন বাহকের মাধ্যমে ইলেকট্রন NADH বা FADH2 থেকে O2-এ স্থানান্তরিত হয়। মাইটোকন্ড্রিয়াতে সংঘটিত বিশেষ এ প্রক্রিয়াটি এরােবিক জীবের ATP প্রাপ্তির প্রধান উৎস।

৭। হেটারােমরফিক জনুক্রম বলতে কী বোঝ?

উত্তরঃ যে জনুক্রমে গ্যামিটোফাইটিক পর্যায় ও স্পােরােফাইটিক পর্যায় দুটি আকার-আকৃতিতে ভিন্ন থাকে তাকে হেটারােমরফিক জনুক্রম বলে। Pteris এর জীবনচক্রে স্পােরােফাইট পর্যায় বেশ দীর্ঘ এবং গ্যামিটোফাইট পর্যায় বেশ সংক্ষিপ্ত এবং উভয় পর্যায় আকার-আকৃতিতে ভিন্ন প্রকৃতির ও স্বতন্ত্র। এ কারণে Pteris এর জনুক্রম হেটারােমরফিক প্রকৃতির।

৮। Cycas কে জীবন্ত জীবাশ্ম বলা হয় কেন?

উত্তরঃ বর্তমানে জীবন্ত কোনাে উদ্ভিদের বৈশিষ্ট্যসমূহ প্রাগৈতিহাসিক যুগে বিদ্যমান উদ্ভিদ তথা বর্তমানে জীবাশ্মে পরিণত হয়েছে এমন উদ্ভিদের বৈশিষ্ট্যের সাথে সাদৃশ্যপূর্ণ হলে বর্তমানে জীবন্ত উদ্ভিদটিই হলাে জীবন্ত জীবাশ্ম। Cycas উদ্ভিদটি যে Cycadales বর্গের অন্তর্গত তাদের অধিকাংশ উদ্ভিদই বিলুপ্ত হয়ে গেছে। এদেরকে এখন শুধুমাত্র জীবাশ্ম হিসেবে পাওয়া যায়। এ বর্গের Cycas উদ্ভিদটি এখনও বেঁচে আছে।এজন্যই Cycas কে জীবন্ত জীবাশ্ম বলা হয়।

৯। হােল্ডফাস্ট কী- ব্যাখ্যা করো?

উত্তরঃ শৈবাল দেহ অশাখ সূত্রাকার। সূত্রের গােড়ার কোষটি বর্ণহীন, সরু এবং কোনাে বস্তুর সাথে যুক্ত থাকে। একে পাদদেশীয় কোষ বা হােল্ডফাস্ট বলে। হােল্ডফাস্ট ব্যতীত সূত্রের অন্তবর্তী যেকোনাে কোষ বিভাজনে সক্ষম এবং কোষ বিভাজনের মাধ্যমে শৈবালের দৈর্ঘ্যে বৃদ্ধি ঘটে।

১০। শৈবালের দেহকে থ্যালয়েড বলা হয় কেন?

উত্তরঃ যেসব উদ্ভিদের দেহকে মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত করা যায় না, তাদেরকে থ্যালয়েড বলা হয়। শৈবাল সমাঙ্গদেহী উদ্ভিদ গােষ্ঠীর অন্তর্ভুক্ত। অর্থাৎ, এদের দেহকে মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত করা যায় না। তাই শৈবালের দেহকে থ্যালয়েড বলা হয়।

১১। কনিডিয়া বলতে কী বোঝ?

উত্তরঃ ছত্রাকের কনিডিওফোর নামক বিশেষ শাখার অগ্রভাগে সরু প্রাচীর বেষ্টিত রেণু উৎপন্ন হয়। বহিঃস্থভাবে উৎপন্ন এসব রেণুকে কনিডিয়া বলে। কনিডিয়া এক প্রকার নিশ্চল স্পাের।কনিডিয়ার মাধ্যমে ছত্রাকের অযৌন জনন ঘটে।

১২। ক্রাস্টোজ এবং ফ্রুটিকোজ লাইকেন বলতে কী বোঝ?

উত্তরঃ ক্রাস্টোজ এবং ফ্রুটিকোজ হলাে বিশেষ প্রকারের লাইকেন যা শৈবাল এবং ছত্রাকের সহাবস্থানের উপর ভিত্তি করে গড়ে ওঠে। ক্রাস্টোজ লাইকেনের থ্যালাস সাবস্ট্রেটের সাথে নিবিড়ভাবে সন্নিবেশিত অবস্থায় পাতলা, চ্যাপ্টা ও শক্ত আবরণী তৈরি করে। যেমন- Graphis, Strigula । অপরদিকে, ফ্রুটিকোজ লাইকেনের থ্যালাস বহুল শাখান্বিত, নলাকার, ফিতার মতাে চ্যাপ্টা বা সূত্রাকার। সাধারণত এরা মাধ্যমের সাথে খাড়াভাবে বা ঝুলন্ত অবস্থায় জন্মে। যেমন- Usnea, Cladonia।

১৩। মাইকোরাইজা বলতে কী বোঝ?

উত্তরঃ উদ্ভিদের সরু মূল বা মূলরােমের চারদিকে বা অভ্যন্তরে নির্দিষ্ট ছত্রাক জালের মতাে যা বেষ্টন করে রাখে। এদেরকে মাইকোরাইজাল ছত্রাক বলে। উদ্ভিদ মূল ও ছত্রাকের মধ্যকার এই সহাবস্থানকে বলা হয় মাইকোরাইজা।

১৪। হর্মোসিস্ট বলতে কী বোঝায়?

উত্তরঃ অনেক সময় প্রতিকূল পরিবেশে টিকে থাকার জন্য শৈবাল হমোগােনিয়ামের চারদিকে একটা পুরু প্রাচীর তৈরি হয়। পুরু প্রাচীর বিশিষ্ট হর্মোগােনিয়ামের এ বিশেষ অবস্থাই হলো হর্মোসিস্ট। প্রতিকূল পরিবেশে শৈবাল হর্মোসিস্ট দ্বারা আত্মরক্ষা করে।

১৫। Ulothrix sp. এর জীবনচক্রে মিয়োসিস কখন ঘটে?

উত্তরঃ Ulothrix sp. এর জীবনচক্রের যৌন জনন পর্যায়ে মিয়ােসিস কোষ বিভাজন পরিলক্ষিত হয়। জননের এ পর্যায়ে দুটি ভিন্ন ফিলামেন্ট হতে দুটি ভিন্নধর্মী গ্যামিট দেহের বাইরে এসে যৌন মিলন সম্পন্ন করে এবং ডিপ্লয়েড জাইগােট সৃষ্টি করে। পরবর্তীতে জাইগােটটিতে মিয়ােসিস বিভাজন ঘটে এবং ৪-১৬টি হ্যাপ্লয়েড জুম্পাের সৃষ্টি হয়। জুস্পােরগুলাে জাইগােট প্রাচীর বিদীর্ণ করে বাইরে বেরিয়ে আসে এবং অঙ্কুরায়ন ও বিভাজনের মাধ্যমে নতুন উদ্ভিদে পরিণত হয়।